Home কক্সবাজার কক্সবাজার জেলা আওয়ামী লীগ উপদেষ্টা শামিম আরা দুলারীর নামাজে জানাযা সম্পন্ন

কক্সবাজার জেলা আওয়ামী লীগ উপদেষ্টা শামিম আরা দুলারীর নামাজে জানাযা সম্পন্ন

97
SHARE

প্রেস বিজ্ঞপ্তি(৭ জুন) :: কক্সবাজার জেলা আওয়ামী লীগ উপদেষ্টা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামিম আরা দুলারীর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ৭ জুন জোহরের নামাজের পর বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমার নামাজে জানাযা সম্পন্ন হয়। পরে বইল্লা পাড়া কবরস্থানে মরহুমাকে চিরশায়িত করা হয়।

নামাজে জানাযায় ইমামতি করেন বায়তুশ শরফ জামে মসজিদের খতিব। জানাযায় শোকার্ত মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

মরহুমার ভাই বিশিষ্ট ব্যবসায়ি ও কক্সবাজার চেম্বারের পরিচালক মো: সাইফুল হক জানান, তাদের বোন দুলারী বেশ কিছুদিন অসুস্থতার পর বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ল্যাব এইডের (আইসিইউতে) চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মরহুমা শামিম আরা দুলারী (৬৫), শামসুল আলম দারোগা ও খোরশেদ আরা হক এম.পি’র মেয়ে এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদের সহধর্মিনী। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান।

গণমাধ্যম কর্মী ও ক্রীড়া সংগঠক আনোয়ার হাসান চৌধুরী কর্তৃক ইন্টারনেটে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথা জানানো হয়।

SHARE