Home কক্সবাজার কক্সবাজার জেলায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কক্সবাজার জেলায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

51
SHARE

কক্সবাংলা রিপোর্ট(১১ জুলাই) :: কক্সবাজার হিলটপ সার্কিট হাউজে বুধবার অনুষ্ঠিত হল জেলায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা।

তথ্যসচিব ও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি জনাব আবদুল মালেক এ সভায় প্রধান অতিথির পদ অলংকৃত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে সভায় আলোকপাত করা হয়।

কক্সবাজার জেলায় সরকারের চলমান অর্ধশত উন্নয়ন মূলক প্রকল্প তুলে ধরে এ বিষয়ে গণমাধ্যমের ভূমিকার ব্যপারে আলোচনা হয়।

এই উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করা গেলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে সংবাদ কর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয় ।

SHARE