Home কক্সবাজার কুতুবদিয়ায় জলপরী আতংকে আরো একজন অজ্ঞান !

কুতুবদিয়ায় জলপরী আতংকে আরো একজন অজ্ঞান !

245
SHARE

নজরুল ইসলাম,কুতুবদিয়া(১৭ জুলাই) :: কুতুবদিয়ায় জলপরী আতংকে আরো একজন অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ০৪নং ওয়ার্ড হাজী মফজল পাড়া গ্রামে।

১৭ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই গ্রামের গোলাম রশিদের ছেলে নুরুল কাদের শাওন (২০) সমূদ্র সৈকত থেকে ফুটবল খেলে এসে বাড়ির পুকুরে গোসল করতে নামলে অজান্তেই পানিতে তলিয়ে যেতে থাকে।

এসময় তার সাথে থাকা এক বন্ধু তাকে ডুবে যেতে দেখে হাত ধরে টেনে কুলে নিয়ে আসে। এসময় শাওনের জ্ঞান নাই দেখে চিৎকার দিলে এলাকাবাসী দ্রুত শাওনকে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করায়।

কর্তব্যরত চিকিৎসক অনেক পরীক্ষা-নিরীক্ষার পরেও তার জ্ঞান ফেরাতে না পেরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

তাকে দেখতে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান কুতুবদিয়া ইউএনও মনোয়ারা বেগম,এসিল্যান্ড পদ্মাসন সিংহ ও কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদাউস।

এব্যাপারে ইউএনও মনোয়ারা বেগম বলেন, জলপরী বলতে বাস্তবে কোন কিছুর অস্থিত্ব নেই। এই এক মনের ভ্রম বা মনের অজান্তেই ভয় কাজ করা। বিষয়টি নিয়ে কাউকে আতংকিত না হতে বলেন তিনি।

SHARE