Home কক্সবাজার কক্সবাজারের পোকখালীর গোমাতলীতে লবন লুট : বোট জব্দ

কক্সবাজারের পোকখালীর গোমাতলীতে লবন লুট : বোট জব্দ

153
SHARE

এম আবুহেনা সাগর,ঈদগাঁও(২৩ জুলাই) :: কক্সবাজার সদর উপজেলার উপকুলীয় এলাকা পোকখালী ইউনিয়নের গোমাতলীতে লবন লুটের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক পুলিশের অভিযানে লবনগুলো পাচার করতে পারেনি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

২৩ জুলাই বিকাল আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে বর্ণিত এলাকার নেচার মেম্বারের ঘাটে।

প্রাপ্ত তথ্যে মতে,ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকার একটি গংয়ের প্রচুর লবন “মাঝের ঘোনা”নামক একটি চিংড়ি প্রজেক্টে মজুদ করে রেখেছিল। লবনের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত সকাল থেকে লবনগুলো বোটে বোঝাই করছিল। জনসংখ্যা বিহীন এলাকায় বিষয়টি কারো চোখে পড়েনি।

এদিকে বিকালে স্থানীয় চিংড়ি প্রজেক্টের শ্রমিকরা জানতে পেরেছে যে,লবন গুলো তাদের নয়। প্রকৃত লবন মালিককে বিষয়টি জানালে তারা তাৎক্ষনিক ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন।

পরে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নির্দেশে এএসআই নিজাম উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ বোট নিয়ে ঘটনাস্থলে পৌছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় লবন লুটকারীরা।

এ ব্যাপারে এএসআই নিজাম উদ্দিনের মতে,লবনসহ বোটটি তাদের হেফাজতে রয়েছে।

SHARE