Home বিনোদন প্রিয়াংকা এবার প্রেমিক নিক’র সঙ্গে গানও গাইবেন

প্রিয়াংকা এবার প্রেমিক নিক’র সঙ্গে গানও গাইবেন

119
SHARE

কক্সবাংলা ডটকম(১ আগস্ট) :: প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস অন্তর্জাল রীতিমতো গরম করে রেখেছেন একটা পর একটা সংবাদ তৈরি করে।

তাদের রোমান্সের খবর, বাগদানের খবর বাসি হতে না হতেই সালমান খানের সঙ্গে ছবি না করে নাম প্রত্যাহার করে নেয়া এবং সর্বশেষ তার সঙ্গে যোগ হচ্ছে নিক জোনাস আর প্রিয়াংকার একসঙ্গে গান করার খবর।

একটি আমেরিকান দৈনিক জানাচ্ছে, নিকিয়াংকার রোমান্সের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘প্রিয়াংকার সঙ্গে একটা গান করার পরিকল্পনা করছেন নিক। আর এতে প্রিয়াংকা শুধু গানের ভিডিওতেই হাজির থাকবেন না, তিনি কণ্ঠও দেবেন।’

গতকালই প্রিয়াংকা হলিউডের এ সময়ের আলোচিত নায়ক ক্রিস প্র্যাটের সঙ্গে নতুন ছবিতে যুক্ত হচ্ছেন, এ ঘোষণার পরপরই তার প্রেমিকের সঙ্গে গান গাওয়ার খবরটিও চাউর হলো।  সম্প্রতি আলি আব্বাসের ভারত ছবি থেকে প্রিয়াংকার সরে আসার কারণ হিসেবে এ জুটির শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনার কথা বলছে কিছু সূত্র। তবে আরেকটি সূত্র বলছে, সত্যিকারের কারণ হলো, হলিউড, হলিউডের বিশাল বাজেটের ছবির জন্যই তিনি বলিউড ছেড়েছেন।

সূত্র: ফিল্মফেয়ার

SHARE