Home কক্সবাজার ঈদগাঁওতে তিনটি ভাড়াবাসা পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি

ঈদগাঁওতে তিনটি ভাড়াবাসা পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি

103
SHARE
Exif_JPEG_420

এম আবুহেনা সাগর,ঈদগাঁও(১০ আগষ্ট) :: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে তিনটি ভাড়াবাসা পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ অর্থ সহ আনুমানিক দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, ১০ আগষ্ট দুপুর আড়াইটার দিকে ঈদগাঁও ইউনিয়নের কলেজ গেইট এলাকায় মেহেরঘোনার জৈনক এক ব্যাক্তির তিনটি ভাড়া বাসায় অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে বাসাসহ মালামাল পুড়ে যায়।

অগ্নিকান্ডে পুড়ে যাওয়া সবস্ব নি:শ্ব হওয়া মহেশখালীর লায়লা বেগম জানান, দুই জোড়া স্বর্ণের দোল,নগদ পাঁচ হাজার টাকা,চাউলের বস্তাসহ বাসার প্রয়োজনীর জিনিস পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানায়, আগুনটি বৈদ্যুতিক শর্ট সার্কিট লেগে সংঘঠিত হয়।

অপরদিকে স্থানীয় আবু বক্কর ছিদ্দিক নামের আরেক ব্যাক্তি জানান, বৈদ্যুতিক শট সাকির্ট থেকে আগুন ধরে যায় বাসাগুলোতে। পুড়ে যায় সবকিছু।

SHARE