Home আন্তর্জাতিক বিশ্বের শীর্ষ ধনী দেশের অবস্থান হারানোর অপেক্ষায় কাতার

বিশ্বের শীর্ষ ধনী দেশের অবস্থান হারানোর অপেক্ষায় কাতার

263
SHARE

কক্সবাংলা ডটকম(১১ আগস্ট) :: বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী দেশ মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ রাষ্ট্র কাতার। কিন্তু সেটা হয়তো বেশিদিন থাকবে না।

কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, আগামীতে কাতারকে সরিয়ে সবচেয়ে ধনী হিসেবে তালিকায় স্থান করে নেওয়ার পথে এগিয়ে গেছে চীনের ছিটমহল ম্যাকাও। খবর মিডল ইস্ট মনিটর।

খবরে বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরেই বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে অবস্থান করছে কাতার। এক বছর আগে দেশটির জিডিপি ছিল ১ লাখ ২৭ হাজার ডলার। ওই সময় দ্বিতীয় অবস্থানে ছিল লুক্সেমবার্গ।

কিন্তু ইতোমধ্যে ক্যাসিনো হাব ম্যাকাউ জিডিপি অগ্রগতিতে লুক্সেমবার্গকেও ছাড়িয়ে গেছে। শুধু নয়, তা ২০২০ সালের মধ্যে কাতারকেও ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হবে ম্যাকাও।

আইএমএফের মতে, ২০২০ সালের দিকে ম্যাকাউয়ের জিডিপি হতে পারে ১ লাখ ৪৩ হাজার ১১৬ ডলার। যা কাতারকে পেছনে ফেলে দেবে। কারণ একই সময়ে কাতারের জিডিপি দাঁড়াবে ১ লাখ ৩৯ হাজার ১৫১ ডলার।

এক সময় পর্তুগালের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ চীনের ম্যাকাউ দেশটি জুয়ার রাজধানীতে পরিণত হয়েছে। দুই দশক আগে চীনের নিয়ন্ত্রণে ফিরে আসার পর সেখানে ক্যাসিনো ব্যবসার রাতারাতি অগ্রগতি ঘটে। এটাই চীনের একমাত্র স্থান যেখানে ক্যাসিনো ব্যবসা বৈধ।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে কাতার বেশ সংকটে রয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন বিভিন্ন আরব দেশটির উপর প্রায় দেড় বছর অবরোধ আরোপ করে রেখেছে। তবে এ সংকট কাটিয়ে উঠার চেষ্টা করছে কাতার।

SHARE