Home অর্থনীতি এশিয়ার অর্থনীতির নেতৃত্বে চীন ও ভারত

এশিয়ার অর্থনীতির নেতৃত্বে চীন ও ভারত

116
SHARE

কক্সবাংলা ডটকম(১২ সেপ্টেম্বর) :: ইউরোপ ছাড়া অন্যান্য আঞ্চলিক দেশগুলোর তুলনায় এগিয়ে যাচ্ছে এশিয়ার অর্থনীতি। এক্ষেত্রে নেতৃত্বে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন।

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) বিবেচনায় ২০১৭ সালে দেশটির অর্থনীতির আকার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। এক্ষেত্রে আগের বছরের চেয়ে দেশটির অর্থনীতির আকার বেড়েছে ৯ শতাংশ।

অর্থনৈতিক বিবেচনায় চীনের পাশাপাশি ভারতও ক্রমেই শক্তিশালী হচ্ছে। ২০১৭ সাল শেষে দেশটির অর্থনীতির আকার ৯ দশমিক ৮ শতাংশ বেড়ে ১০ দশমিক ৩৮ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উদীয়মান বাজার ব্যবস্থার কারণে কয়েক বছরে উন্নয়নশীল অর্থনীতির আকার আরও বাড়বে। তবে এরপর বৃদ্ধি কিছুটা থেমে যাবে।

প্রতিবেদনে বলা হয়, জিডিপির আকার অনুসারে অন্যান্য দেশগুলো হল- জাপান ৫ দশমিক ৬২ ট্রিলিয়ন ডলার, ইন্দোনেশিয়া ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, দক্ষিণ কোরিয়া ২ দশমিক ১৪ ট্রিলিয়ন, থাইল্যান্ড ১ দশমিক ৩১, তাইওয়ান ১ দশমিক ২৩, পাকিস্তান ১ দশমিক ১৪, মালয়েশিয়া ১ ট্রিলিয়ন ডলার এবং ফিলিপাইনের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৯৫৫ বিলিয়ন ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে এশিয়ার অর্থনীতিতে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে ফিলিপাইন। ২০১৭ সালে দেশটির জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার। এর মাধ্যমে এশিয়ার শীর্ষ ১০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ফিলিপাইন।

অর্থনীতির বিবেচনায়, মালয়েশিয়াও শক্তভাবে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ইন্দোনেশিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে উঠতি বাজারগুলোর একটি।

SHARE