Home বিনোদন টমেটো বিক্রি করছেন অমিতাভ

টমেটো বিক্রি করছেন অমিতাভ

124
SHARE

কক্সবাংলা ডটকম(১৫ সেপ্টেম্বর) :: বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন টমেটো বিক্রি করছেন। তিনি খবরের কাগজও বিলি করছেন সাইকেলে করে। এই দুটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আবারও আলোড়ন তৈরি করেছেন বিগ-বি।

ছবিগুলি ঠিক কীসের জন্য, তা খোলসা করেননি তিনি। শুধু লিখেছেন, আজ টমেটোও বিক্রি করলাম। সাইকেলে করে খবরের কাগজও বিলি করলাম।

এটি তার নতুন সিনেমা বা কোনও বিজ্ঞাপনের ছবি কি না, তা নিয়ে জল্পনায় মেতেছেন বিগ-বি’র ভক্তকূল। কেউ কেউ জিজ্ঞাসা করছেন, এগুলো তার পরবর্তী ছবি ‘ঠগস অফ হিন্দুস্থান’-এর কি না। এখনও সে উত্তর দেননি তিনি।

তবে ছবিগুলো পোস্ট করে তিনি যে বার্তা দিয়েছেন, তা মন ছুঁয়ে গেছে অনেকের। অমিতাভ লিখেছেন, দাঁড়িপাল্লা ও সাইকেলের রূপ অনেকদিন পরে দেখলাম। আপনার ক্ষমতার বাইরে কখনও কিছু ভাববেন না। ভাই আমার, যে কোনও অবস্থা যে কোনও সময়ে আসতে পারে।

মাটিতে পা রেখে চলার বার্তাই হয়তো দিতে চেয়েছেন এই প্রবীণ অভিনেতা। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার কথাই ধরা পড়ছে তার এই পোস্টটিতে।

ছবিগুলো পোস্ট হওয়ার পরেই সামাজিক যোগোযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কেউ আবার মজা করে লিখেছেন, এই ‘টমেটো বিক্রেতাকে’ যদি আমরা আমাদের বাড়ির সামনে রোজ দেখতে পেতাম!

SHARE