Home কক্সবাজার টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

117
SHARE

হুমায়ুন রশীদ,টেকনাফ(২৩ সেপ্টেম্বর) :: টেকনাফ জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাকের মিয়া (৪৫) আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, রবিবার রাত ৮টায় এসআই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ  টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০৬ সালের মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাকেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাকের দক্ষিন জালিয়াপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে। সোমবার তাঁকে সংশ্লিষ্ট মামলায় কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।

SHARE