Home কক্সবাজার টেকনাফে পরকীয়ার জের ধরে ভাইয়ের হাতে ছোট ভাই খুন

টেকনাফে পরকীয়ার জের ধরে ভাইয়ের হাতে ছোট ভাই খুন

152
SHARE

হুমায়ুন রশীদ,টেকনাফ(৩০ সেপ্টেম্বর) :: টেকনাফে দেবর-ভাবীর পরকীয়া প্রেম এবং টাকা-পয়সার লেন-দেনের জেরধরে ছোট ভাইকে জবাই করে খুন করে পালিয়েছে বড় ভাই। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভাবীকে আটক করেছে।

জানা যায়, ৩০ সেপ্টেম্বর রাত ২টারদিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়ার বিদেশ ফেরত মৃত নাজির হোছনের পুত্র ফরিদ আহমদ ঘুমন্ত ভাইয়ের নির্জন কক্ষে ঢুকে ছোট ভাই মোঃ ইসমাঈল (২৮) কে জবাই ও কুপিয়ে খুন করে পালিয়ে যায়।

এই ঘটনা ফাঁস হওয়ায় খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই জামশেদ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের জন্য নিয়ে যায়।

এসময় সন্দেহভাজন ভাবী নুর আয়েশাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান,বড় ভাইয়ের হাতে নৃশংস খুনের শিকার ছোট ভাইয়ের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে স্থানীয় জনসাধারণ সুত্র জানায়,ফরিদ বিদেশ থাকার সুবাদে নিহত যুবক মোঃ ইসমাঈলের সাথে ভাবীর পরকীয়া প্রেমের সম্পর্ক থাকার সন্দেহ এবং টাকা-পয়সার লেন-দেন নিয়ে এই ধরনের নৃশংস ঘটনার সুত্রপাত বলে মনে করেন।

তবে ঘাতক বড় ভাই পলাতক থাকায় প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, নিহত মোহাম্মদ ইসমাইল মালয়েশিয়া ও ঘাতক ফরিদ আহমদ সৌদি প্রবাসী ছিলেন।

SHARE