Home কক্সবাজার চকরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহেদ চৌধুরী ৪র্থবার সদস্য নির্বাচিত

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহেদ চৌধুরী ৪র্থবার সদস্য নির্বাচিত

122
SHARE

মুকুল কান্তি দাশ,চকরিয়া(৮ অক্টোবর) :: কক্সবাজারের চকরিয়া উপজেলা শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

পূর্বেকার নির্বাচিতদের ভোটে সোমবার ৮ অক্টোবর শিক্ষানুরাগী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী।

এনিয়ে তিনি উপর্যুপরী চারবার ওই স্কুলের সদস্য নির্বাচিত হলেন।

১২ সদস্যের কমিটিতে প্রতিষ্টাতা সদস্য হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুদ্দিন মো খালেদ চৌধুরী, দাতা সদস্য মোহাম্মদ ফয়সাল চৌধুরী, অভিভাবক সদস্য যথাক্রমে- এনামুল হক এমইউপি, আবদুল মালেক, মো.জাফর আলম, জালাল উদ্দিন, আনোয়ারা বেগম সংরক্ষিত মহিলা সদস্য।

শিক্ষক প্রতিনিধি যথাক্রমে মো.নুরুচ্ছাফা, সিরাজুল হক, রেবাকা সুলতানা ও পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন মো.সোয়াইবুল ইসলাম।

SHARE