Home কক্সবাজার উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

58
SHARE

শহিদুল ইসলাম,উখিয়া(৯ নভেম্বর) :: ককসবাজারের উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পে মায়ের হাতে ৪ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম নুর হালিমা। এ ঘটনায় পুরো ক্যাম্প এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

বৃহস্পতিবার গভীর রাতে কুতুপালং সম্প্রসারিত ক্যাম্পের তিন ব্লকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আমানত উল্লাহ, শামশুল আলমসহ আরো বেশ কয়েকজন রোহিঙ্গা বলেন, আবুল বশরের স্ত্রী হোছনে আরা মূলত – অপ্রকৃতস্থ বিধায় নিজের অজান্তে কোলের শিশুকে মাটিতে নিক্ষেপ করলে শিশুটি ঘটনাস্থলে মারা যায়।

এব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম জানান, তিনি এ ধরনের কোন ঘটনা শুনেননি।

তবে হোছনে আরার স্বামী আবুল বশর জানান, মায়ের কোল থেকে পড়ে গিয়ে শিশুটি মারা গেছে। তার স্ত্রী যে ভারসাম্যহীন তাও সে স্বীকার করেছেন।

SHARE