Home কক্সবাজার ঈদগাঁওতে সুপার ষ্টার কতৃক ফুটবল টুনার্মেন্টের ফাইনালে মাইজপাড়া জুনিয়র ক্লাব জয়ী

ঈদগাঁওতে সুপার ষ্টার কতৃক ফুটবল টুনার্মেন্টের ফাইনালে মাইজপাড়া জুনিয়র ক্লাব জয়ী

45
SHARE

এম আবু হেনা সাগর,ঈদগাঁও(৯ নভেম্বর) :: কক্সবাজার সদরের ঈদগাঁও মাইজ পাড়া সুপার ষ্টার ক্লাব কতৃক আয়োজিত জুনিয়র ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

৯ই নভেম্বর পড়ন্ত বিকেলে মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শত শত দর্শকদের করতালিমুখর পরিবেশে ফাইনাল খেলায় জালা লাবাদ জুনিয়র কিংসকে ৩ -১ গোলে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয় মাইজ পাড়া জুনিয়র ক্লাব।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ফুটবলার শোয়াইব,নুরুল আবছার, ব্যবসায়ী নাছির উদ্দিন,কামাল উদ্দিন,সিরাজুল হক,মুজিবুল হক,দিদারুল ইসলাম,একরামুল হক, রাকিব খাঁন,রিয়াদসহ আরো অনেকে।

পরে  খেলা শেষে পুরুষ্কার প্রদান করা হয়।

SHARE