Home কক্সবাজার টেকনাফে হ্নীলা বাসষ্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

টেকনাফে হ্নীলা বাসষ্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

57
SHARE

হুমায়ূন রশিদ,টেকনাফ(১০ নভেম্বর) :: টেকনাফের হ্নীলা বাসষ্টেশনে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ।

জানা যায়, ১০নভেম্বর দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর বিশেষ ফোর্স হ্নীলা বাসষ্টেশনের উভয় পাশে গড়ে উঠা দোকান-পাঠসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

এসময় হ্নীলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এইচকে আনোয়ার, প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খোকন, ৪নং ওয়র্ড ইউপি মেম্বার হোছাইন আহমদ ও ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে উপজেলার গুরুত্বপূর্ণ এই ষ্টেশনটি যানজটমুক্ত হয়ে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের উপযোগী হবে।

আগামীতে কোন প্রভাবশালী অথবা পেশী শক্তির দাপটে কেউ অবৈধ স্থাপনা গড়ে তুললে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে উপজেলা প্রশাসন সুত্র জানায়।

SHARE