Home কক্সবাজার হ্নীলা কমিউনিটি পুলিশিং ফোরামের সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক বিরোধী সভা

হ্নীলা কমিউনিটি পুলিশিং ফোরামের সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক বিরোধী সভা

77
SHARE

হুমায়ূন রশিদ,টেকনাফ(১ ডিসেম্বর) :: হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর বিকাল ৩টায় হ্নীলা ষ্টেশনের অস্থায়ী কার্যালয়ে হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক বিরোধী এক জরুরী সভা ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

৫নং ওয়ার্ড সভাপতি মৌঃ ফেরদৌস আহমদের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আলহাজ¦ মৌঃ মুহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর।

বিশেষ বক্তা ছিলেন ইউনিয়ন সাধারণ সম্পাদক সাবের আহমদ।

বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড সভাপতি আলী আহমদ, ৩নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোঃ আলম। এতে চলমান সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে অবশিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনার আহবান জানানো হয়।

এছাড়া উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড সভাপতি ডাঃ নুরুল আলম নুরু, ৭নং ওয়ার্ড সভাপতি ঠান্ডা মিয়া, ৮নং ওয়ার্ড সভাপতি আব্দু শুক্কুর, সাধারণ সম্পাদক মোঃ আলম, ৯নং ওয়ার্ড সভাপতি ফরিদ আলমসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

SHARE