Home কক্সবাজার কুতুবদিয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ

কুতুবদিয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ

50
SHARE

নজরুল ইসলাম,কুতুবদিয়া(৮ ডিসেম্বর) :: কুতুবদিয়ার জসীম উদ্দিন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছোটন (১২) নিখোঁজ হয়েছে। গত ২৮ নভেম্বর বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণের উদ্দ্যেশে বের হয়ে আর ফিরেনি সে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছোটনের অভাগী মা ফরিদা বেগম। তিনি জানান, বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বাড়ি থেকে পাঁচশত টাকা নিয়ে ছোটন স্কুলে যায়।

কিন্তু আর ফিরেনি। তখন থেকেই সে নিখোঁজ। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাসায় খবর নিয়েও পাওয়া যায়নি ছোটনকে এব্যাপারে থানায় জিডি করবেন বলে জানিয়েছেন ছোটনের মা ফরিদা বেগম।

ছোটন আলী আকবর ডেইল ইউনিয়নের আনিচের ডেইল গ্রামের আবদু রাজ্জাকের সন্তান।হালকা-পাতলা গঠনের ছেলেটিকে কোন হৃদয়বান ব্যক্তি খোঁজে পেলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।০১৮৮৫২৯৮৮৭৯ (পরিবার)।

SHARE