কক্সবাংলা ডটকম :: গাঁটছড়া বেঁধেছেন তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মুম্বাইয়ের তাজ প্যালেসে ব্যবসায়ী গৌতম কিছলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন এই সুপারস্টার নায়িকা।
ভারতের ঐতিহ্যবাহী হিন্দু রীতি মেনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই কেবল কাজল-কিছলুর বিয়েতে অংশ নিতে পেরেছেন।
বিয়েতে খাঁটি ভারতীয় বধূ বেশে সেজেছেন কাজল। আর গোলাপি শেরওয়ানিতে বর হয়েছেন কিছলু। সাত পাঁকে ঘুরে একে অপরকে জীবন সঙ্গী করে নিয়েছেন। রাতেই তাদের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) থেকে শুরু হয় কাজলের প্রাক-বিয়ে আনুষ্ঠানিকতা। নিজ ঘরেই তিনি হলুদ ও মেহেদি অনুষ্ঠান করেছেন। সে সময়কার ছবি শেয়ার করেছেন কাজল নিজেই।
বিয়ের অনুষ্ঠান নিয়ে কাজলের বোন নিশা আগরওয়াল বলেন, করোনার জন্য অনুষ্ঠানে বিশেষ আড়ম্বর ছিল না। সব বিধিনিষেধের মধ্যেই আমরা বিয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছি। কাজলের বিয়ে ও নতুন জীবন শুরু নিয়ে আমরা সবাই খুব আনন্দিত।
কাজলের বর গৌতম একজন সফল উদ্যোক্তা। তার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। তার সঙ্গে কাজলের আগে থেকেই পরিচয় ছিল।
২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু কাজলের। সিংঘম সিনেমায় অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন কাজল। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি।
সম্প্রতি চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন কাজল। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।
• তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ের গুঞ্জন গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সম্প্রতি অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের খবর জানিয়েছেন ৷ Pic: Instagram
• আজ, শুক্রবার, ৩০ অক্টোবর মুম্বইয়ে বসছে বিয়ের আসর। ইতিমধ্যেই বিবাহ বাসরে শুরু হয়ে গিয়েছে শুভ অনুষ্ঠান । পাত্র, ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌতম কিচলু ৷ Pic: Instagram
• তবে জানা গিয়েছে, বিয়েতে সংবাদ মাধ্যমের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে । শুধুমাত্র নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হবে কাজল-গৌতমের । Pic: Instagram
• এতদিন পর্যন্ত হবু স্বামীর সঙ্গে কোথাও দেখা যায়নি কাজলকে । কোনও ছবিও শেয়ার করেননি তাঁরা । কাজল বরাবরই একটু প্রাইভেট পার্সন । ব্যক্তিগত জীবনকে গোপনে রাখতেই স্বচ্ছন্দ্যবোধ করেন তিনি । বিয়ের অনুষ্ঠানেও সেই ছায়াই দেখা গেল । Pic:Instagram
• বিয়ের মাত্র চার দিন আগে দশেরা উপলক্ষে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর হবু স্বামীর । একসঙ্গে সকলকে দশেরার শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী । Pic: Instagram
• বিয়ে নিয়ে খুবই উত্তেজিত অভিনেত্রী । কখনও পোস্ট করছেন হাতের ডিজাইনার কালেরাসের ছবি । কখনও আবার নাইট স্যুটে ছবি পোস্ট করে লিখছেন, ‘‘মিস আগারওয়াল হিসাবে আমার শেষ পোশাক পরা ।’’ Pic: Instagram
• শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে মেহেন্দি লুকের একটি ছবি নিজেই পোস্ট করেন কাজল । নায়িকার বিয়ের ফোটোগ্রাফি করছেন বিখ্যাত ফোটোগ্রাফার জোসেফ রাধিক । বিরুষ্কা থেকে দীপিকা, সকলের বিয়েতেই ফোটোগ্রাফি করতে দেখা গিয়েছে দিল্লির এই নামজাদা ফোটোগ্রাফারকে । Pic: Instagram
• শুক্রবারও সকালেও ভক্তদের হতাশ করলেন না কাজল । হলদি অনুষ্ঠানের দারুণ মিষ্টি একটি ছবি পোস্ট করেন নায়িকা । হলুদ স্লিভলেস পোশাকে, ফুলের সাজে তাঁকে দারুণ সুন্দর দেখতে লাগছিল । Pic: Instagram
Posted ১:০০ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Das Gupta