কক্সবাংলা ডটকম(১৯ জুন) :: বাইক প্রেমীদের জন্য সুখবর। বিশেষ করে যারা বজাজ-এ ভরসা করেন তাদের কাছে এই খবর সত্যিই দারুণ।তবে এ পালসার এখনো বিক্রয়ের উদ্যেশে বাজারজাত করা হয়নি।
তবে অনলাইনে এর ছবি এবং স্পেসিফিকেশনের সকল তথ্যই ইতিমধ্যে প্রকাশ হয়েছে। সম্প্রতি বাজাজ কোম্পানি বিভিন্ন জায়গার বাজারে এটি এক্সপোর্ট করা হচ্ছে তবে বাংলাদেশে কবে এই বাইক আসবে এ সম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। যদিও উত্তরা মোটরস নতুন এই পালসার ২০১৭ এডিশনের বাইকটি বাংলাদেশে ইমপোর্ট করে আনবে বলে জানা গেছে।
Posted ৮:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy