কক্সবাংলা ডটকম(৩১ মে) :: চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল তাদের কোর এক্স-সিরিজের নতুন প্রসেসর উন্মুক্ত করেছে। নতুন এই চিপ কোর আই৯ প্রযুক্তির। তাইপে’তে বার্ষিক কম্পিউটার-কেন্দ্রিক ট্র্যাডশো ‘কম্পিউটেক্স-২০১৭’ তে এ প্রসেসর উন্মুক্ত করা হয়।
জানা গেছে, ডেস্কটপ কম্পিউটারে সমর্থন করবে এই প্রসেসর। মূলত উচ্চ মাত্রার রেজ্যুলেশন এবং সর্বশেষ সংস্করণের গেম খেলার জন্য এই প্রসেসর দারুণ কাজ করবে বলে। এছাড়া, ক্রেতারা ৪ কোর থেকে শুরু করে ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬ এবং ১৮ কোরের প্রসেসর বেছে নিতে পারবেন, যা বাজারের সকল চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
আর প্রায় প্রতিটি মডেলেই থাকছে ইনটেলের হাইপার-থ্রেড প্রযুক্তি। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির দাবি, তাদের এই এক্স সিরিজ মাল্টি থ্রেডের তুলনায় ১০ শতাংশ দ্রুত এবং সর্বশেষ প্রজন্মের সিঙ্গেল থ্রেডের চেয়ে ১৫ শতাংশ বেশি দ্রুত।
উন্মোচিত হতে যাওয়া প্রসেসরগুলো হলো কোর আই৯-৭৯২০এক্স, আই৯-৭৯৪০এক্স, আই৯-৭৯৬০এক্স, আই৯-৭৯৮০এক্সই। আর এর দাম নির্ধারণ হয়েছে যথাক্রমে ১১৯৯ ডলার, ১৩৯৯ ডলার, ১৬৯৯ ডলার ও ১৯৯৯ ডলার।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস,
Posted ৩:০৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta