কক্সবাংলা ডটকম(৬ জানুয়ারী) :: ভারতের F-16 যুদ্ধবিমান তৈরি হওয়া নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে ভারত ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে। কিছুদিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছবেন তাঁরা।
সূত্রের খবর, এবার দুই দেশ এই বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করা হয়েছে।
ভারতের লকহিড মার্টিন ও টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেডের যৌথ উদ্যোগে যুদ্ধবিমানের নয়া সংস্করণ F-16 ব্লক ৭০ তৈরি হওয়ার কথা। ভারত স্থানীয় ওয়েপন সিস্টেমও ব্যবহার করতে পারবে ওই এয়ারক্রাফটে।
ট্রাম্প প্রশাসনের তরফে মার্কিন কংগ্রেসের উদ্দেশে আগেই স্পষ্ট জানানো হয় যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। F-18 ও F-16 ফাইটার ভারতে তৈরি করার বিষয়টিও সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর প্রশাসনের তরফ থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। এর ফলে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও তরান্বিত হবে বলে মনে করা হচ্ছে।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার জোরদার করতে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা উচিৎ বলে মনে করে আমেরিকা। কারণ, ওই অঞ্চল বিশ্বের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। বিশ্বের ৯০০০০ বাণিজ্যিক ভেসেলের অর্ধেককে যেতে হয় এই পথেই। এর মধ্যে বেশির ভাগ ভেসেলই আমেরিকার।
এছাড়া এই অংশেই বিশ্বের অর্ধেক জনসংখ্যার বাস, এবং অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রেই এই অঞ্চল গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে ট্রাম্প প্রশাংসন। যেহেতু ভারতের পাশে একাধিক শত্রু দেশ রয়েছে তাই আত্মরক্ষার স্বার্থে দুই দেশের জয়েন্ট ট্রেনিং সহ বিভিন্ন বিষয়ে মন দেওয়া উচিৎ বলেও মনে করছে ওয়াশিংটন।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta