কক্সবাংলা ডটকম :: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স।
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের নতুন তারকা কামিন্দু মেন্ডিস নিজের আইপিএল অভিষেক ম্যাচেই করলেন এমন কীর্তি, যা এর আগে কেউ করেননি।
তিনি একই ওভারে বাঁ এবং ডান—উভয় হাতেই বল করে রেকর্ড গড়লেন।
শ্রীলঙ্কার এই ২৬ বছর বয়সী অলরাউন্ডার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করছেন, বৃহস্পতিবারের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বল করতে এসে ইতিহাস গড়লেন।
১৩ তম ওভারে বল হাতে আসেন মেন্ডিস। সেই ওভারে তিনি প্রথম তিনটি বল করেন বাঁ-হাতি স্পিনে আর পরবর্তী তিনটি করেন ডান-হাতি স্পিনে।
শুধু তাই নয়, এই অসাধারণ ওভারে তিনি একটি মূল্যবান উইকেট-ও তুলে নেন।
চতুর্থ বলে বাঁ-হাতি স্পিনে বোলিং করে আউট করেন অঙ্গকৃশ রঘুবংশীকে। যিনি তার আগের বলেই অর্ধশতরান পূর্ণ করেছিলেন।
তার ক্যাচটি ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে দুর্দান্তভাবে লুফে নেন হর্ষল পটেল।
ঐতিহাসিক ওভারে মেন্ডিস দিয়েছেন মাত্র ৪ রান ও নিয়েছেন ১ উইকেট।
তিনি বাঁ-হাতি বল করেছেন ডান-হাতি ব্যাটার রঘুবংশীর বিরুদ্ধে, আর ডান-হাতি স্পিন করেছেন বাঁ-হাতি ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংহ-এর বিরুদ্ধে।
এক কথায় নিখুঁত কৌশল এবং বিচক্ষণতা।
এটাই প্রথম নয়—এর আগেও আন্তর্জাতিক মঞ্চে তিনি এমন কিছু করে দেখিয়েছেন।
২০২৪ সালে একটি T20I ম্যাচে ভারতের বিপক্ষে, তিনি সুর্যকুমার যাদব এবং ঋষভ পন্থ-এর বিরুদ্ধে একই ওভারে দুই হাতে বল করেছিলেন।
এমনকি ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে-ও মেন্ডিস নজর কেড়েছিলেন তার এই ambidextrous (দুহাত সমানভাবে ব্যবহারে পারদর্শী) bowling-এর জন্য।
শ্রীলঙ্কার হয়ে এর আগে কেবল হাসান তিলকরত্নে ১৯৯৬ সালের বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে দুই হাতে বল করেছিলেন।
সেই ধারাবাহিকতায় মেন্ডিস হয়ে উঠলেন দ্বিতীয় শ্রীলঙ্কান এবং আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি দুই হাতে একই ওভারে বল করেছেন।
তবে দুঃখের বিষয়, এই ঐতিহাসিক মুহূর্তের পরেও ম্যাচে জয় আসেনি সানরাইজার্স হায়দরাবাদের ভাগ্যে। এবার চার ম্যাচে তিনটি হেরে টেবিলের একেবারে তলানিতে নেমেছে তারা।
এখন পর্যন্ত তারা জিতেছে শুধু একটি ম্যাচে। তবুও, কামিন্দু মেন্ডিসের এই ব্যতিক্রমী বোলিং নিঃসন্দেহে IPL 2025-এর অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে থাকবে।
এমন বোলিং দক্ষতা খুব কম খেলোয়াড়ই দেখাতে পারেন—এবং মেন্ডিস সেটাই করে দেখালেন তাঁর অভিষেক ম্যাচেই!
Posted ৫:২২ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta