কক্সবাংলা ডটকম(১৪ জুন) :: কেএফসি-র প্রেমীদের জন্য এক নতুন সুখবর “জিঙ্গার ওয়ান স্পেস মিশন”। প্রচার মূলক দিক থেকে গ্রাহকদের মনে জায়গা করতে আসছে এক অভিনব পদ্ধতি ৷ আকাশে উড়তে দেখা যাবে এবার বিশালাকার বেলুন এর সাহায্যে স্পেস স্যান্ডউইচকে ৷
মুখরোচক ক্রানচি আর ক্রিসমির মিলিত টেস্ট, কেএফসির প্রত্যেকটা আইটেমের বাইটেই বিদ্যমান থাকে ৷ তাই এর স্বাদের বিষয়ে কোনও কথা হবে না ৷ ঠিক তেমনই কিন্তু কৌতূহলের বিষয় হচ্ছে কবে পৃথিবী পৃষ্ঠ হতে কয়েক হাজার ফুট উঁচুতে দেখতে পাওয়া যাবে কেএফসি স্পেস স্যান্ডউইচকে ৷
ইতিমধ্যেই কেএফসির সঙ্গে ওয়ার্ল্ড ভিউ এক যৌথ প্রচার মূলক পরিকল্পনার মধ্যে দিয়ে গ্রাহকদের মনের আরও কাছে যাওয়ার চিন্তায় মগ্ন ৷ কেএফসি-এর পক্ষ থেকে জানানো হয়েছ যে প্রযুক্তির হাত ধরে এক বিশালাকার বেলুনের সাহায্যে ৬০ থেকে ৮০ হাজার ফুট উপরে উঠবে জিঙ্গার স্পেস স্যান্ডউইচ। আকাশের বিভিন্ন প্রান্তে চার দিন ধরে উড়তে দেখা যাবে কেএফসির এই প্রডাক্ট।
Posted ৮:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta