কক্সবাংলা ডটকম(১৯ জুন) :: অনান্য নামী ফোন সংস্থার মতো এলজির ফোনেরও বেশ গ্রহণযোগ্যতা আছে। তাই এই সংস্থা পাল্লা দিয়ে কিছু ভালো ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। আগামী বছরের শুরুতে এলজি জি7 স্মার্টফোন বাজারে আসেতে পারে। চাহিদা অনুযায়ী এলজি সব ইউজারের ইচ্ছে পুরনের জন্যে অনেকে এই সংস্থার ফোনগুলোকে প্রথম পছন্দের তালিকায় রেখেছে।
এলজি জি7 ফোনটির খবর ইতোমধ্যে অনলাইনে বেশ ফাঁস হয়ে গিয়েছে। তারপর থেকে টেক ওয়ার্ল্ড একে নিয়ে চর্চাও বেশ তুঙ্গে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এস9 আসার আগেই আগামী বছরের শুরুর দিকে ফোনটি বাজারে আসবে।
এলজির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে সংস্থাটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এবার ফ্ল্যাগশিপ স্মার্টফোন নাও দেখাতে করতে পারে। তাছাড়া এলজি বর্তমানে জি7 স্মার্টফোন নিয়ে কাজ করছে বলেও বিভিন্ন প্রতিবেদনে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে এলজি জি7 স্মার্টফোনে নিজস্ব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট থাকবে।
তা ছাড়া সংস্থাটি এ বছরের আগস্ট মাসে এলজি ভি30 স্মার্টফোন জনসমক্ষে নিয়ে আসবে বলে শোনা যাচ্ছে। এলজি ভি30 স্মার্টফোনে সংস্থাটির ফুল ভিশন ডিসপ্লে থাকবে। অনলাইনে ছড়ানো গুজব অনুযায়ী এলজি ভি30 স্মার্টফোন স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর এবং ডুয়াল ক্যামেরা থাকবে। তা ছাড়া এতে ওএলইডি ডিসপ্লে থাকবে।
Posted ১:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta