কক্সবাংলা ডটকম(৪ ডিসেম্বর) :: ছর শেষ হতে চলল। আর বছরের বিদায় লগ্নে অর্থাৎ ডিসেম্বর মাসে প্রযুক্তি দুনিয়ায় নতুন হাওয়া বইতে চলেছে POCO-র হাত ধরে।
জনপ্রিয় এই ব্র্যান্ডটি ইতিমধ্যেই ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে দুটি নতুন বাজেট-ফ্রেন্ডলি 5G ডিভাইস লঞ্চের ইঙ্গিত দিয়ে।
POCO-র প্রধান সম্প্রতি X-এ একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন “Double the madness” এবং “DoubleTheMystery”। এই পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে।
অনুমান করা হচ্ছে 17 ডিসেম্বর লঞ্চ হবে POCO M7 Pro 5G এবং POCO C75 5G।
সামনে এল টিজার
X-এর পোস্টে সরাসরি ফোনগুলির সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
তবে গোপন খবর এবং POCO-র সাম্প্রতিক পদক্ষেপ দেখে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই দুটি ফোন হতে চলেছে বছরের অন্যতম বড় চমক।
POCO M7 Pro 5G এবং POCO C75 5G: কী থাকছে?
POCO C75 5G:
এই ফোনটি একেবারে বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে আনা হচ্ছে।
থাকছে Snapdragon 4s Gen 2 প্রসেসর।
বিশাল ৬.৮৮-ইঞ্চির HD+ 120Hz ডিসপ্লে।
শক্তিশালী 5,160mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরার দিক থেকে থাকছে 50MP প্রাইমারি সেন্সর-সহ ট্রিপল ক্যামেরা সেটআপ।
অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 14-এর ওপর ভিত্তি করে HyperOS।
POCO M7 Pro 5G:
এই ডিভাইসটি Redmi Note 14 5G-এর রি-ব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসতে পারে।
থাকবে ডুয়াল-ক্যামেরা সেটআপ এবং ইউনিক ডুয়াল-টোন ডিজাইন।
প্রিমিয়াম ফিচার থাকা সত্ত্বেও এটি বাজেট রেঞ্জের মধ্যেই থাকবে।
ফোনটি চলবে HyperOS-এ, যা ব্যবহারকারীদের মসৃণ অভিজ্ঞতা দেবে।
5G নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারিত হলে কম দামে উন্নত ফিচারের স্মার্টফোনের চাহিদা বাড়ছে। POCO-র এই নতুন লঞ্চগুলি সেই বাজার লক্ষ্য করেই আনা হচ্ছে।
বিশেষ করে তরুণ প্রজন্ম এবং বাজেট ফ্রেন্ডলি ফোনের ব্যবহারকারীরা এতে আকৃষ্ট হবেন বলে মনে করা হচ্ছে।
17 ডিসেম্বর: লঞ্চের দিন
স্মার্টফোন প্রেমীদের জন্য ডিসেম্বরের 17 তারিখটা হতে চলেছে এক বিশেষ দিন।
POCO-র “Double the madness” ক্যাম্পেইন যে প্রযুক্তির দুনিয়ায় নতুন কিছু উন্মোচন করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
Posted ১২:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta