কক্সবাংলা ডটকম(২২ মে) :: আইপিএল আর লা-লিগার চূড়ান্ত উত্তেজনার রাতেই মার্কিন মুলুকে এক ভারতীয় অনন্য নজির গড়লেন৷গ্রেট খালির পর মহারাজা জিন্দার মহল ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হলেন৷ব্যাকল্যাশে র্যান্ডি ওর্টনকে ধরাশায়ী করে কোমরে স্বপ্নের বেল্ট তুললেন ইন্দো-কানাডিয়ান জিন্দার৷
কানাডায় জন্ম নেওয়া জিন্দারের আসল নাম যুবরাজ সিং ‘রাজ’ ধেসি৷রিংয়ে তাঁকে জিন্দার মহল, রাজ ধেসি, রাজ সিং ও টাইগার রাজ সিং নামেই ডাকা হয়৷যদিও জিন্দারের ভারতীয় হওয়া নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন৷কিন্তু আদতে একজন পাঞ্জাবী৷
দেশের হয়ে ডব্লিউডব্লিউই-তে একমাত্র উজ্জ্বল নক্ষত্র খালি৷তারপরেই এই নজির গড়লেন জিন্দার৷খালি চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০০৭-এ৷ডব্লিউডব্লিউই-র সিইও ভিন্সে ম্যাকমোহন চাইছেন রেস্টলিংয়ের দুনিয়ায় ভারতীয় দর্শকদের টানতে৷খালি অবসর নেওয়ার পর দ্বিতীয় একজনকেই খুঁজছিলেন তিনি৷অবশেষে জিন্দারের দেখা পেলেন তিনি৷মাঝে অনেকটা সময় কেটে গেল৷
Posted ৫:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta