কক্সবাংলা ডটকম(২৭ ডিসেম্বর) :: ভারতের উদ্বেগ বাড়িয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার এ পরীক্ষা চালাল চীন। ২০১৫ সালে রাশিয়া থেকে তিনশো কোটি মার্কিন ডলার চুক্তিতে কিনলেও এই প্রথম সেই অস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়।
এদিকে এস-৩০০ যুদ্ধাস্ত্রও আছে চীনের দখলে। সেই কারণেই সহজে সফল পরীক্ষা করতে পেরেছে বেইজিং, এমনটাও মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকে।
তবে চীন কোন স্থান থেকে এ পরীক্ষা চালিয়েছে তা এখনও জানা যায়নি। চীনই ছিল প্রথম দেশ, যারা রাশিয়া থেকে এই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কেনার চুক্তি করে। কিন্তু ঠিক কয়েকটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনেছে চীন এ বিষয়ে মুখ খোলেনি বেইজিং এবং মস্কো দু’পক্ষই।
১০ মিটার উচ্চতা থেকে ২৭ কিলোমিটার উচ্চতায়ে কোনো শত্রু ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ড্রোন এই যুদ্ধাস্ত্রের মাধ্যমে ধ্বংস করা যাবে। ৬০০ কিলোমিটার দূরত্বে থাকা প্রতিপক্ষের অস্ত্রকেও নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে এস-৪০০। প্রতি সেকেন্ডে ৩৬টি লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে এই রুশ যুদ্ধাস্ত্র।
যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ভারতও গত অক্টোবরে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে চুক্তিবদ্ধ হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর হাতে এ যুদ্ধাস্ত্র এলে চীনের সঙ্গে শক্তির ভারসাম্যের বিষয়টি নিয়ে উদ্বেগ কমবে ভারতের।
Posted ১২:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy