কক্সবাংলা ডটকম(১৩ এপ্রিল) :: দূর থেকে অব্যর্থ নিশানা। নিমেষে ধ্বংস হয়ে যাবে শত্রুপক্ষের মিসাইল, বিমান বা ড্রোন। কিন্তু তার জন্য গুলিও চালাতে হবে না, ছুড়তে হবে না মিসাইলও।
শুধুমাত্র লেজ়ার রশ্মি ছিন্ন-বিচ্ছিন্ন করে দেবে নিশানা। হাতে-কলমে ঠিক এটাই করে দেখাল ভারত।
ভারতের ৩০ কিলোওয়াট লেজ়ার বেসড ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষামূলক ব্যবহার দেখল বিশ্ব।
কী এই অস্ত্র?
প্রতিরক্ষা ক্ষেত্রে এই ধরনের অস্ত্রকে বলা হয় ডিরেক্ট এনার্জি ওয়েপন (Direct Energy Weapon)। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন এটা বানিয়েছে। রিপোর্ট সূত্রের খবর, গোটা অস্ত্র ব্যবস্থাটি এখন উৎপাদন এবং প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি।
এলিট গ্রুপে ভারত:
বিশ্বের হাতেগোনা কিছু দেশের হাতে রয়েছে এই অত্যাধুনিক লেজ়ার টেকনোলজি। অ্যাডভান্সড লেজ়ার অস্ত্রের ক্ষমতা এতদিন ছিল আমেরিকা, চিন ও রাশিয়ার হাতে। এ বার সেই ক্ষমতার বৃত্তে ভারতও।
ডিআরডিও-র চেয়ারম্যান ড. সমীর ভি কামাত বলেন, ‘সবে পথ চলা শুরু হলো… আমরা শীঘ্রই লক্ষ্যে পৌঁছব… অন্য হাই এনার্জি সিস্টেম নিয়েও আমরা কাজ করছি, যার মধ্যে রয়েছে হাই এনার্জি মাইক্রোওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক পালস।’
৩০ কিলোওয়াট লেজ়ার ওয়েপন সিস্টেম মূলত আকাশপথে হওয়া হামলা মোকাবিলা করার জন্য তৈরি। পাঁচ কিলোমিটারের মধ্যে আঘাত হানতে পারে এটি। ভূমি থেকে এবং যে কোনও জাহাজ থেকেও এটি ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।
ডিআরডিও ৩০০ কিলোওয়াট সূর্য লেজ়ার অস্ত্র নিয়েও গবেষণা চালাচ্ছে। যেটি ২০ কিলোমিটারের পাল্লার শত্রু মিসাইল ও ড্রোন নিকেশ করতে পারবে।
Posted ৭:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta