কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা টেকনাফ-উখিয়া আসনের সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি,হ্নীলা ইউনিয়নের তিন বারের সাবেক চেয়ারম্যান,কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব মোহাম্মদ আলী শুক্রবার ভোর রাত ৩টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। এরআগে গত সেপ্টেম্বর মাসে তিনি ব্যাথা ও ডায়াবেটিসজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এপোলো হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। শুত্রবার হ্নীলায় নিজ বাসভবনে অসুস্থ বোধ করলে ভোর রাত সাড়ে ৩টায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু,সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু,যুগ্ম সম্পাদক চঞ্চল দাশগুপ্ত,ডা: পরিমল কান্তি দাশ,ডালিম বড়ুয়া,স্বপন গুহ,মুকুল কান্তি দাশ ও অঙ্গ সংগঠন সমুহ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন,রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সৎ ও নির্লোভ নেতা হিসেবে প্রশংসিত ছিলেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে তার আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Posted ১২:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy