কক্সবাংলা ডটকম(২৬ জুলাই) :: নাসার রোবোটিক রোভার প্রথমবারের মতো পৃথিবীবাসীদের মঙ্গল গ্রহের “আল্ট্রা হাই ডেফিনিশন” ভিডিও দেখার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। ব্রিটিশ ইউটিউব চ্যানেল “এল্ডারফক্স ডকুমেন্টারিস” মঙ্গল গ্রহের অজস্র ছবি সংগ্রহ সেগুলোকে “হাই ডেফিনিশন” ছবিতে রুপান্তরিত করেছে। এই ছবিগুলো ব্যবহার করে তারা প্রথমবারের মতো বিশ্ববাসীর সামনে মঙ্গল গ্রহের আল্ট্রা হাই ডেফিনিশন ভিডিও প্রকাশ করেছে।
এই তথ্যচিত্রটির নাম দেয়া হয়েছে- “দ্য মোস্ট লাইফলাইক এক্সপেরিয়েন্স অব বিং অন মার্স”। ভিডিও গত ১৭ জুলাই ইউটিউবে আপলোড করার পর থেকে ২৩ লাখেরও বেশিবার দেখা হয়েছে। ১০ মিনিট দৈর্ঘ্যের এই ভিডিওটিতে মঙ্গল গ্রহের পৃষ্ঠের দৃশ্য প্যানোরমিক ভিউ থেকে দেখানো হয়েছে। মঙ্গল গ্রহের সুদূরপ্রসারিত মরুভূমি, বিশাল বিশাল বালিয়াড়ি, পৃষ্ঠের বিভিন্ন ফাটল ও পাথুরে খাঁজ প্রভৃতির হাই ডেফিনিশন ছবি দিয়ে সাজানো হয়েছে ভিডিওচিত্রটি।
ভিডিওটির শুরুর দিকে ধারা বর্ণনাকারী বলেন, “ফোর-কে রেজ্যুলেশনের ধারণ করা মঙ্গল গ্রহের প্রথম ফুটেজ এটি।”
এল্ডারফক্স ডকুমেন্টারিস জানায়, নাসার স্পিরিট রোভার, অপরচুনিটি রোভার ও কিউরিওসিটি রোভারের তোলা বিভিন্ন হাই ডেফিনিশন ছবির সন্নিবেশনের মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ছবিগুলো রেখে ক্যামেরা দিয়ে প্রয়োজন অনুযায়ী ভিডিও ধারণ করা হয়েছে।
ভিডিওটিতে মঙ্গল গ্রহের যেসব জায়গাগুলো দেখানো হয়েছে সেগুলোর নাম হলো- “কেপ ভার্দে”, স্যান্টা মারিয়া ক্র্যাটার, বার্নস ক্লিপস ও ম্যারাথন ভ্যলাই এন্ট্র্যান্স”।
ভিডিওটিতে দেখানো ছবিগুলোর বেশ কয়েকটিতে নাসার রোভারগুলোকেও দেখা যায়। ভিডিওটিতে একটি দৃশ্য রয়েছে যেখানে ২০১৯ সালের ২৪ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নাসার রোভারের তোলা ১ হাজার ছবি ব্যবহার করা হয়েছে। ভিডিওচিত্রটির ধারাভাষ্যকার এটিকে “লার্জেস্ট মোজাইক এভার পুট টুগেদার” হিসেবে অভিহিত করেন।
ভিডিওচিত্রটির এক স্থানে মঙ্গল গ্রহের “গ্লেন টরিডন” নামের একটি জায়গা দেখানো হয়। এখানে কাদার সন্ধান পাওয়া গেছে যা প্রমাণ করে এক সময় মঙ্গল গ্রহের পানির অস্তিত্ব ছিল।
ধারা বর্ণনাকারী বলেন, “মঙ্গলের পৃষ্ঠে কাদার অস্তিত্ব প্রমাণ করে যে অতীতে মঙ্গল গ্রহে পানি ছিল। ২০২০ সালে এসে নাসা রোবোটিক রোভার আমাদের এই সত্যের প্রমাণ দিয়েছে।”
ব্যবহৃত ছবিগুলোর পুনর্সম্পাদন করেছে নাসা যাতে করে ভূতাত্ত্বিকরা মঙ্গল গ্রহের শিলার গঠন ও তারতম্য বুঝতে পারেন। এই কারণে ছবিগুলো আরও অনেক পরিস্কার হয়েছে এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
তবে, যে তিনটি রোভারের তোলা ছবি ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে সেগুলোর মধ্যে স্পিরিট ও অপরচুনিটি রোভার দু’টি এখন আর সক্রিয় নেই। নাসার অপরচুনিটি রোভারটি ধূলিঝড়ের কবলে পড়ে বিকল হয় এবং স্পিরিট রোভারটি একটি বালিয়াড়ির ফাঁদে পড়ে নষ্ট হয়। বর্তমানে মঙ্গল গ্রহে সক্রিয় রয়েছে নাসা’র কিউরিওসিটি রোভার। আগামী বছর “পারসিভারেন্স” নামে আরেকটি রোভার পাঠানোর কথা রয়েছে।
Posted ২:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy