কক্সবাংলা ডটকম :: বচ্চন পরিবারের সঙ্গে খান পরিবারের নাম জড়িয়ে যাচ্ছে বারবার। শাহরুখের প্রিন্সেস সুহানা খানের সঙ্গে অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সম্পর্কের কানাঘুষো অনেকদিন ধরেই শোনা যাচ্ছে।
ক্রিসমাসের মরশুমে পরিবারের সঙ্গে আলিবার্গের ফার্মহাউজে ছুটি কাটিয়েছেন কিং খান। সুহানার সঙ্গে দিল্লির গেটওয়ের সামনে দেখা যায় অমিতাভের নাতনি অগস্থ নন্দকে।
শাহরুখের আলিবাগের ফার্ম হাউজের দিকেই যেতে দেখা যায় তাঁদের। ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এটে থাকলেও প্রেমচর্চা এখন বিনোদনের হট কেক।
নিউ ইয়ার পার্টিতেও একসঙ্গে সময় কাটালেন সুহানা-অগস্ত্য? সোশ্যাল মিডিয়ার ভাইরাল ছবি তো সেই ইঙ্গিতই দিচ্ছে। শাহরুখ, গৌরী আব্রাম জামনগরে বর্ষবরণের আনন্দে মেতে ছিলেন।
সেখানে ‘মিসিং’ তাঁদের একমাত্র মেয়ে সুহানা। বিগ বি-র নাতি অগস্ত্য নন্দার ফ্যান পেজ থেকে চর্চিত লাভবার্ডসের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
যা তাঁদের প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে বই কী। একসঙ্গে পার্টি করতে দেখা যাচ্ছে এই চর্চিত কাপলকে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা সেই ছবিতে দেখা যাচ্ছে দুই বন্ধুর সঙ্গে নতুন বছরের সেলিব্রেশনে মেতেছেন সুহানা-অগস্ত্য। ধূসর রঙের সিমারি বডিকন ড্রেসে মোহময়ী শাহরুখ কন্যা সুহানা।
আর অগস্থ পরেছিলেন ধূসর রঙেরই pinstriped স্যুট। কখনও বিদেশের মাটিতে পার্টি মুডে সুহানা-অগস্ত্য তো কখনও আবার দিওয়ালিতে একসঙ্গে তারকা পরিবারের দুই সদস্যের রাত্রিযাপন।
এছাড়াও রেস্তরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায় সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরবন্দি হন সুহানা-অগস্ত্য। চর্চিত প্রেমিকযুগলের আউটিংয়ের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবিতে সুহানা-অগস্থ দুজনেরই অভিনয়ে অভিষেক ঘটে।
ওটিটি-তে মুক্তি পেয়েছিল ছবিটি। মাল্টিস্টারকাস্ট ভিত্তিক এই ছবিতে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন কলাকুশলীরা। ড্যাডি কুল শাহরুখের সঙ্গেই বড় পর্দায় বিগ ব্রেক পেতে চলেছেন সুহানা।
সৌজন্যে অ্যাকশন-থ্রিলার ‘কিং’। ২০২৫- এ শুরু হবে শ্যুটিং। অন্যদিকে অগস্থ নন্দাকে দেখা যাবে শ্রীরাম রাঘবনের Ikkis।
Posted ১২:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta