কক্সবাংলা ডটকম :: অভিনয় নিয়ে এগোনোর আগে ব্যবসা করার কথা ভেবেছিলেন অভিষেক বচ্চন।
কিছু দূর এগিয়েও ছিলেন। মূলত খেলার সামগ্রীর ব্যবসার কথা ভেবেছিলেন তিনি।
কিন্তু ব্যবসায় বিশেষ সুবিধা করতে পারেননি তিনি। ব্যর্থ হয়েছেন বার বার। সম্প্রতি অভিষেক তাঁর জীবনের লড়াইয়ের অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।
আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন অভিষেক। সেই সময় এখানে অর্থকষ্টে ভুগছিলেন অমিতাভ বচ্চন।
শুধুমাত্র বাবার পাশে দাঁড়ানোর জন্য, অমিতাভকে সাহস দেওয়ার জন্য পড়াশোনা ফেলে রেখে মুম্বইয়ে চলে এসেছিলেন অভিষেক।
তখনও জানতেন, ভবিষ্যতে কী করবেন তিনি।
কেরিয়ারের শুরুতে বেশ কিছু ছবিতে পরিচালকের সহকারী হিসাবেও কাজ করেছিলেন অভিষেক।
এর আগে একটি ইন্টারভিভতে অভিষেক জানিয়েছিলেন, তাঁর কাছে নতুন জামাকাপড় কেনার মতোও টাকা ছিল না।
একটি অ্যাওয়ার্ড শোয়ে পুরস্কার নিতে উঠেছিলেন পুরোন শেরওয়ানি পরে।
এ প্রসঙ্গে অভিষেক বলেছিলেন, ‘আমার কাছে তখন কোনও টাকা ছিল না।
এ দিকে যে অ্যাওয়ার্ড শোয়ে আমার যাওয়ার কথা, সেখানে জিনস-শার্ট পরা চলবে না।
কিন্তু আমার কাছে নতুন পাঞ্জাবি, শেরওয়ানি কেনার টাকাও ছিল না।
তাই বাধ্য হয়ে বোনের বিয়ের সময় যে শেরওয়ানি কেনা হয়েছিল, সেটা পরেই চলে গিয়েছিলাম।’
Posted ৯:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta