আবদুল হামিদ, নাইক্ষ্যংছড়ি :: আর্তমানবতার সেবায় অসহায় শিক্ষার্থীদের শীতের কম্বল নিয়ে পাশে দাঁড়ালেন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলের আল নজির ফাউন্ডেশন।
রবিবার ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯ টার সময় বড়বিল এমদাদিয়া আজিজুুল উলুম মাদ্রাসার মাঠে শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে কম্বল তুলে দেন হেফাজতে ইসলাম বাংলাদশের আমীর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী।
তিনি বলেন অসহায়দের পাশে দাড়ানো সকল মুসলিম নাগরিকের দায়িত্ব। সরকারের পাশাপাশি এসব নেককার মুলক কাজে সকল মুসলিম নাগরিককে এগিয়ে আসার জন্য আহ্বান ও জানান তিনি।
আল নজির ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাকের পরিচালনায় সভাপতিত্ব করেন পরিচালক আল্লামা ডঃ শাইখ হারুন আজিজি নদভী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম কক্সবাজার জেলা সদস্য সচিব মাওলানা ইয়াসিন, আল নজির ফাউন্ডেশনের সদস্য হাফেজ আজিজুুল হক মাক্কী, মাওলানা ফেফায়তুল্লাহ, মাওলানা আবদুল গফুর মাওলানা মুফতি রিদুয়ানুল হক প্রমুখ।
বিতরন অনুষ্ঠানের শুরুতে প্রথমে বই বিতরন পরে পাচ শতাধিক অসহায় গরীব শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল বিতরন করা হয় ।
গর্জনিয়া বড়বিল ফযীলত অনুষ্ঠানে আমীরে হেফাজ আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারে ফযীলত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি শনিবার রাত ৮ টায় বড়বিল এমদাদীয়া আজিজুল উলুম মাদ্রাসা সংলগ্ন আল-নজির জামে মসজিদে আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল রাজ্জাকের পরিচালনায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডঃ শাইখ আল্লামা হারুন আজিজি আন নদভীর সভাপতিত্বে ৮ জন হেফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারে ফযীলত প্রদান করা হয়।
দস্তার পাওয়া ছাত্ররা হলো – রাশেদুল ইসলাম, মোবারক হোসেন, মাইনুল ইসলাম তাওহীদ, এবাদুল্লাহ, নুরুল ইসলাম মাহীন, রহমতুল্লাহ, শাহরুক খান, ইমরান হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারে ফযীলত দস্তারবন্দী প্রদান করেন মুজাহিদে মিল্লাত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর এবং আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী হাফিঃ।
এসময় আরো উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা আজিজুল হক মাক্কী, কক্সবাজার জেলা হেফাজত ইসলামের মহা সচিব মাওলানা ইয়াসিন হাবীব,মাওলানা কেফায়েত উল্লাহ,মাওলানা ইসমাইল হাফেজ মাওলানা আবদুল্লাহ মাওলানা আবদুল গফুর প্রমুখ।
হেফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারে ফযীলত প্রদান শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
Posted ৮:২২ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta