কক্সবাংলা ডটকম :: অস্কারে সর্বোচ্চ মনোনয়ন পেল নেটফ্লিক্স প্রযোজিত নারকো-মিউজিক্যাল, ‘এমিলিয়া পেরেজ়’। লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কারণে, পিছিয়ে দেওয়া হয়েছিল অস্কার মনোনয়নের ঘোষণা।
বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে নতুন করে এক দাবানলের সূত্রপাতের খবর এসেছে। তার মধ্যেই ঘোষণা করা হল এই বছরের পুরস্কারের জন্য মনোনীত সিনেমা, অভিনেতা, অভিনেত্রী ও বিভিন্ন কলা-কুশলীদের নাম।
ফরাসি চিত্র পরিচালক জ্যাক অডিয়ার্ড পরিচালিত ‘এমিলিয়া পেরেজ়’ ছবিটি স্প্যানিশ ভাষার।
মোট ১৩টি বিভাগে অস্কারের মনোনয়নের পেয়েছে ছবিটি। ফলে, অ-ইংরেজি ভাষার ছবি হিসেবে ‘এমিলিয়া পেরেজ’-ই এখনও পর্যন্ত সর্বকালের সর্বাধিক মনোনয়ন পেল।
এর আগে নেটফ্লিক্স প্রযোজিত ‘রোমা’ ১০টি মনোনয়ন পেয়েছিল। অকাদেমি পুরষ্কারের ইতিহাসে মাত্র তিনটি ছবি ‘এমিলিয়া পেরেজ’-এর থেকে বেশি মনোনয়ন পেয়েছিল – ‘অল অ্যাবাউট ইভ’, ‘টাইটানিক’ এবং ‘লা লা ল্যান্ড’।
সেরা ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ়’। সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছেন এই ছবির অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকন।
প্রকাশ্যে নিজেকে রূপান্তরিত হিসেবে ঘোষণা করা প্রথম অভিনেত্রী হিসেবে এই মনোনয়ন পেয়েছেন গ্যাসকন।
নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নারী-পুরুষের বাইরে অন্য কোনও লিঙ্গকে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন, সেই সময়ই গ্যাসকনের এই অস্কার মনোনয়ন বিশেষ তাৎপর্যপূর্ণ।
সেরা সহ-অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন এই ছবির অন্য অভিনেত্রী, জো সালদানাও। এ ছাড়া পরিচালনা, মৌলিক চিত্রনাট্য বিভাগ এবং এই ছবির দুটি গানও অস্কার জেতার দৌড়ে রয়েছে।
এর আগে নেটফ্লিক্স প্রয়োজিত ‘ম্যানক’, ‘দ্য আইরিশম্যান’, ‘রোমা’-র মতো চলচ্চিত্রগুলিও বহু সংখ্যক অস্কার মনোনয়ন পেয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে জিতেছে হাতে গোনা ট্রফি।
এখনও পর্যন্ত তাদের প্রযোজিত একটি ছবিও সেরা চলচ্চিত্র বিভাগে জিততে পারেনি। ‘এমিলিয়া পেরেজ়’ নেটফ্লিক্সের এই অভাব পূরণের সেরা সুযোগ বলে মনে করা হচ্ছে।
১০টি বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছে আরেকটি মিউজিক্যাল, ‘উইকড’। জন এম চু পরিচালিত এই ছবিটি রয়েছে সেরা ছবির দৌড়ে।
অভিনেত্রী সিন্থিয়া এরিভো এবং তার সহ-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্দে – দুজনেই যথাক্রমে সেরা অভিনেত্রী এবং সেরা সহ-অভিনেত্রীর বিভাগে মনোনয়ন পেয়েছেন।
অ্যাড্রিয়েন ব্রডি অভিনীত সাড়ে তিন ঘন্টার ফিল্ম, ‘দ্য ব্রুটালিস্ট’-ও ১০টি বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছে।
এ২৪ প্রযোজিত এবং ব্র্যাডি করবেট পরিচালিত এই ছবিটিও আছে সেরা ছবি হওয়ার দৌড়ে। সেরা অভিনেতার বিভাগে মনোনয়ন পেয়েছেন ব্রডিও।
অন্য দিকে, ৬২ বছর বয়সী বলিউড তারকা ডেমি মুর তাঁর কর্মজীবনের প্রথম অস্কার মনোনয়ন পেয়েছেন ‘দ্য সাবস্ট্যান্স’ ছবিতে অভিনয়ের জন্য।
Posted ১২:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta