কক্সবাংলা ডটকম(১১ জানুয়ারি) :: হাতে মাত্র কয়েক সপ্তাহ,১৫ জানুয়ারি থেকে শুরু বছরে প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন৷ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের ড্র’র তালিকা ঘোষণা করা হল৷
সেই তালিকা অনুয়ায়ী ফাইনালে দেখা যেতে পারে রাফা-রজার দ্বৈরথ৷ শেষ মরশুমের চারটি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে ফাইনালের মঞ্চে একে অন্যের বিরুদ্ধে একবারই লড়েছেন দুই মহারথী৷ সেই লড়াইয়ে জিতেছিলেন ফেডেরার৷
এই মুহূর্তে টেনিস ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন রাফায়েল নাদাল৷ অন্যদিকে শেষবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রজার ফেডেরার৷ ম্যারাথন ফাইনালে নাদালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন ফেডেক্স৷ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফের আরও একবার দেখা যেতে পারে দুই কিংবদন্তির টক্কর৷ ড্র অনুয়ায়ী ফাইনালে রজারের প্রতিদ্বন্দ্বী হতে পারেন রাফায়েল নাদাল৷অন্যদিকে শীর্ষ বাছাই হিসেবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে নামছেন নাদাল৷ টুর্নামেন্টে স্প্যানিশ তারকার প্রথম প্রতিপক্ষ ভিক্টর বার্গোস৷
প্রকাশিত ড্র-এর তালিকা অনুয়ায়ী কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালকে লড়তে হতে পারে মারিন চিলিচের বিরুদ্ধে৷ দিমিত্রভ লড়তে পারেন জ্যাক সকের বিরুদ্ধে৷ কোয়ার্টারে নোভাকের মুখোমুখি হতে পারেন ডমিনিক থিয়েম৷ আর সুইস কিংবদন্তি রজারের সঙ্গে সাক্ষাৎ হতে পারে গফিনের সঙ্গে৷
Posted ৬:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Chy