শহিদুল ইসলাম,উখিয়া(১ মে) :: ককসবাজার জেলা বিএনপি সভাপতি ও উখিয়া টেকনাফের সাবেক,সংসদ সদস্য শাহজাহান চেীধুরী বলেন,অাগামী নির্বাচনে বিএনপি অংশ নেবেন।অাগামী নির্বাচনে বিএনপি দুইশ অাসনে জয়লাভ করবেন বলে অাশাবাদ ব্যক্ত করেন।
মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্ধি খালেদা জিয়া অনেক বেশি জনপ্রিয়। রোহিঙ্গাদের কারনে উখিয়া -টেকনাফের শ্রম বাজার ধংস। এখানকার শ্রমিক সমাজ বেকার।
পহেলা মে দিবসের সমাবেশে পুলিশ বাঁধা দেওয়ায় তীব্র নিন্দা জানান। মঙ্গলবার বিকালে উপজেলা শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্টিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শফি। উপস্হিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সিরাজুল হক বিএ, উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চেীধুরী, সাধারন সম্পাদক সুলতান মাহামুদ চেীধুরী, উপজেলা যুবদলের সভাপতি অাহসান উল্লাহ,সাধারন সম্পাদক রফিক উল্লাহ,ছাত্রদল নেতা রিদুয়ান।
অনুষ্টান শুরু অাগে থেকে উখিয়া থানা পুলিশ সমাবেশে অাশ পাশ ঘিরে রাখেন।
Posted ৮:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মে ২০১৮
coxbangla.com | Chanchal Chy