বিশেষ প্রতিবেদক(১ ডিসেম্বর) :: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের এমপি আবদুর রহমান বদি একই আসনের আসন্ন নির্বাচনে বিএনপি দলীয় এমপি প্রার্থী শাহজাহান চৌধুরীর উদ্দেশে বলেছেন-‘আঁই বদি কত বড় বৈদ্য-দেখিবা আগামী ৩০ ডিসেম্বর।’ অর্থাৎ আমি আবদুর রহমান বদি কত বড় মাপের বৈদ্য (গ্রাম্য ওঝা) তা দেখবেন আগামী ৩০ ডিসেম্বর।
এমপি বদি এমনও হুমকি দিয়ে বলেছেন- ‘যারা ভোট ন দিব ইতারার নাম আঁরে দিয়্য।’ অর্থাৎ যারা ভোট দেবে না তাদের তালিকাটা তাকে দিতে সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, তাঁর স্ত্রী শাহিন আক্তার চৌধুরী আগামী ৩০ ডিসেম্বর ৫০ হাজার ভোটের ব্যবধানে বিএনপি’র শাহজাহান চৌধুরীকে পরাজিত করবেন।
শনিবার বিকালে কক্সবাজারের উখিয়া বাসস্টেশন সংলগ্ন ফলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রতিবাদ সভায় এমপি বদি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এসব বলেন।
গত শুক্রবার রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া জামে মসজিদ সংলগ্ন সড়কে এমপি বদির চলন্ত গাড়িতে হামলার (বদির দাবি গুলিবর্ষণ) প্রতিবাদে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় এমপি বদি তাঁর গাড়িতে হামলার জন্য প্রতিপক্ষ বিএনপি নেতা শাহজাহান চৌধুরীসহ টেকনাফের বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহকে দায়ী করে আসছেন।
সভায় এমপি আবদুর রহমান বদি’র স্ত্রী এবং এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত এমপি প্রার্থী শাহিন আক্তার চৌধুরীও বক্তব্য দেন।
এদিকে বহুল আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়িতে গুলির ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে বদির ড্রাইভার মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে বিএনপি নেতাসহ তিন জনের নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন— মোহাম্মদ আবদুল্লাহ, সালাউদ্দিন হেলাল ও রুহুল আমিন। আব্দুল্লাহ টেকনাফ উপজেলা বিএনপির মহাসচিবের দায়িত্বে রয়েছেন। আসামি সালাউদ্দিন ও রুহুল আমিন আবদুল্লাহর শ্যালক।
Posted ১:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy