কক্সবাংলা ডটকম :: এবারেও হল না৷ আইপিএলে ক্যাপ্টেন কোহলির নামের পাশে ব্যর্থতা শব্দটা আরও বেশি করে জড়িয়ে গেল৷ ২০২০ আইপিএলে যাত্রা শেষ হয়ে গেল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের৷ শুক্রবার এলিমিনেটরে বিরাটদের ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে গেল সানরাইজার্স হায়দরাবাদ৷ ১৩২রান তাড়া করতে নেমে ২ বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সানরাইজার্স৷
ফাইনালে ওঠার লড়াইয়ে রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের সামনে সানরাইজার্স৷ প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে চারবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স৷ রবিবার যারা জিতবে, তারা মঙ্গলবার খেতাবের লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে৷
১৩ বছরের আইপিএলে এবারও ট্রফি অথরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ টুর্নামেন্ট শুরুর আগে এবারের দলকে ২০১৬ পর সেরা শক্তিশালী দল বলে জানিয়েছিলেন আরসিবি ক্যাপ্টেন৷ কিন্তু তাও ফাইনালে উঠতে পারল না কোহলি অ্যান্ড কোং৷ টুর্নামেন্টের শুরুর দিকে ভালো পারফরম্যান্স করলেও দ্বিতীয়ার্ধে টানা ব্যর্থতা৷ লিগের শেষ চারটি ম্যাচ জিতে প্লে-অফে জায়গা পেলেও এলিমিনেটরে হায়দরাবাদের কাছে হেরে মরু শহরের আইপিএলে বিদায় নিল বিরাটের দল৷
এদিন টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্সকে ব্যাট করতে পাঠিয়ে ছিল সানরাইজার্স হায়দরাবাদ৷ কিন্তু হায়দরাবাদের সামনে বড় রানের টার্গেট রাখতে ব্যর্থ হয় কোহলি অ্যান্ড কোং৷ চূড়ান্ত ব্যর্থ বিরাট৷ মাত্র ৬ রান করেন রয়্যাল ক্যাপ্টেন৷ কিন্তু এবি ডি’ভিলিয়ার্সের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৩১ রান তোলে আরসিবি৷ সর্বোচ্চ ৫৬ রান করেন এবিডি৷
অল্প রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের৷ প্রথম ওভারেই শ্রীবৎস গোস্বামীর উইকেট হারায় সানরাইজার্স৷ ৪৩ রানে দুই ওপেনারকেে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে মহম্মদ সিরাজ ধাক্কা দিলেও কেন উইলিয়ামসনের দুরন্ত ব্যাটিংয়ে বিরাটদের হতাশাই সম্বল হয়৷ চোটের জন্য এদিন ঋদ্ধিমান সাহাকে বাইরে রেখে মাঠে নেমেছিল সানরাইজার্স৷ ফলে এদিন ডেভিড ওয়ার্নারের সঙ্গে হায়দরাবাদের ইনিংস শুরু করে শ্রীবৎস৷
শ্রীবৎস ০ রানে এবং ওয়ার্নার ১৭ রান করে ডাগ-আউটে ফেরেন৷ এরপর মনীশ পান্ডেে ২১ বলে ২৪ রান করে লড়াইয়ের রাস্তা তৈরি করে দেন৷ তাতে উইলিয়ামসন ও জেসন হোল্ডারের অপরাজিত জুটিতে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ৷ ৪৪ বলে ২টি ছয় ও ২টি বাউন্ডারি-সহ ৫০ রান করেন উইলিয়ামসন৷ তাঁকে সঙ্গে দেন হোল্ডার৷ ২০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন তিনি৷ ম্যাচের সেরা উইলিয়ামসন৷
Posted ২:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy