কক্সবাংলা ডটকম(১৯ অক্টোবর) :: জনসমাবেশে,গনমাধ্যমের কাছে লাগামহীন বক্তব্য দেয়ার জন্য বিক্ষুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধমকালেন দলের শীর্ষ কয়কেজন নেতাকে। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন তিনি।
গত ১৭ অক্টোবর রাতে গনভবনে নেতাদের ডেকে ধমকালেন।
সূত্রটি জানায়,সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বক্তব্য দেযার জন্য ক্ষুদ্ধ হয়েছেন। এছাড়াও গনভবনে আইজিপি কে এম শাহিদুল হকসহ আরো কয়েকজনকে তাদের লাগামহীন এবং ব্যক্তি চিন্তাধারা থেকে আসা কথাবার্তার জন্য সাবধান করে দিয়েছেন।
উল্লেখ্য যে শেখ হাসিনা এর আগেও কেবিনেট মিটিংয়ে নেতাদের অতিরিক্ত কথাবার্তা পরিহার করার জন্য ক্ষুদ্ধ হয়েছিলেন।
সম্প্রতি ওবায়দুল কাদের বান্দরবান এলাকায় পরিদর্শনে গিয়ে এক সমাবেশে বলেছেন, যে দেশি–বিদেশী চক্র শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনার পরপেরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে ঘটনার সত্যতা নেই বলে বিবৃতি দেয়া হয়েছে।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy