কক্সবাংলা ডটকম(১৫ জুলাই) :: অনেকেই মনে করেন গত জন্ম বলে কিছু নেই। আবার অনেকে বিশ্বাস করেন। এবিষয়ে তর্ক থাকলেও বিষয়টাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমরা কেন, সে জন্মের কথা মনে করতে পারি না? এর পিছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে
১. আমরা অনেকেই ভাবি, যে গত জন্মের কথা কেন আমরা মনে করতে পারি না। তার অন্যতম কারণ হল ভুলে যাওয়াটা আমাদের স্বভাব। আমরা সাধারণত মাস খানেক আগের কথাও ভুলে যাই। তাহলে আগের জন্মের কথা কেমন করে মনে রাখব!
২. কষ্টের জিনিস ভুলে যাওয়াটা মানুষের সহজাত। তাই মৃত্যুটা সবআই ভুলে যায়। যে কারণেই মৃত্যু হোক না কেন, সেটা যেহেতু কষ্টের তাই সেটা আমরা ভুলে যাই। প্রাকৃতিকভাবেই আমরা সেটা ভুলে যাই।
৩. আমরা সাধারণত বর্তমানেই বাঁচতে ভালোবাসি। অর্থাৎ যারা আছে, যা আছে সেটা নিয়েই থাকতে ভালোবাসি। ফলে অতীতটা মনে পড়ার সুযোগ হয় না।
৪. কোনও শিশু যদি আগের জন্মের কথা মনে করে বলতে থাকে, তাহলে বাবা-মায়েরা তাকে পাত্তা দেয় না। ফলে সেও একসময় ভুলে যায়। সে এগুলো বলতে ভয় পায়।
Posted ১:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy