কক্সবাংলা ডটকম(১০ অক্টোবর) :: অনলাইন গেইম ব্লু হোয়েল হানা দিয়েছে বাংলাদেশেও। এটি ব্যবহারীর ডিভাইসের সব তথ্য হাতিয়ে নিয়ে আত্মহত্যায় উদ্বুদ্ধ করে। গেইমটি না খেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। লিংক শেয়ার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
দেয়ালে ছবি, টেবিলে বই। পুতুলটি আছে আগের মতোই। শুধু নেই অপূর্ব।
বৃহস্পতিবার আত্মহত্যা করে হলিক্রস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অপূর্ব বর্ধন। পরিবারের দাবি, মরণঘাতি গেইম ব্লু হোয়েলের কারণে আত্মঘাতী হয়েছে তাদের সন্তান।
গেমটিতে আছে ৫০টি স্তুর। গভীর রাতে ঘুম থেকে উঠে ভুতের ছবি দেখা, উঁচু ছাদের কিনারায় হাঁটাহাঁটি, হাত কেটে নীল তিমির ছবি আঁকার নির্দেশনা দিয়ে হাতিয়ে নেয়া হয় ব্যক্তিগত তথ্য। পরে মাদক নেয়া ও নগ্ন ছবি তুলে পাঠানোর পাশাপাশি আত্মহত্যায় উদ্বুদ্ধ করা হয়।
রাশিয়ান তরুণ ফিলিপ বুদেইকিন ২০১৩ সালে গেইমটি চালু করেন। ১৬ রুশ কিশোর-কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাকে ২০১৬ সালে গ্রেপ্তার করে পুলিশ। এটি খেলে রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় ১৯টি দেশে আত্মহত্যা করে কয়েক শো কিশোর-কিশোরী।
এ বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। পুলিশ বলছে, গেইমটির ব্যবহার ঠেকাতে কাজ করছে বিশেষ টিম।
কারো কাছে এই গেমসের লিংক আসলে তা থেকে বিরত থাকার পাশাপাশি কৌতূহলেও গেইমটি না খেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy