কক্সবাংলা ডটকম(১৮ মে) :: পাকিস্তানকে প্রমাণ করতে হবে যে তারা এখনও কুলভূষণকে জীবিত রেখেছে৷ কড়া নির্দেশ দেওয়া হল পাকিস্তানকে৷
পাকিস্তান এখনই ফাঁসি দিতে পারবে না কুলভূষণ যাদবকে৷আন্তর্জাতিক আদালত জানিয়েছে, কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করতে দিতে হবে৷ এই বিষয়ে আগেই পাক সরকার গড়িমসি করছে৷ ভারতীয় দূতাবাসের কর্মীদের অবিলম্বে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করার অনুমতি দিল আন্তর্জাতিক আদালত৷ এই মর্মে পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয়েছে৷
আন্তর্জাতিক আদালতের বিচারক মণ্ডলী নির্ধারণ করবেন, কুলভূষণ যাদব ভিয়েনা কনভেনশন অনুসারে আইনি সুবিধা পাবেন কিনা৷ কারণ পাক সামরিক আদালতে গোপন বিচারে ‘র’ এজেন্ট সন্দেহে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে৷ ভারতের দাবি এই আইনি প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ৷
বিভিন্ন জাতীয় স্তরের সংবাদমাধ্যম জানাচ্ছে, আন্তর্জাতিক আদালতে রায় বিপক্ষে গেলে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে আবেদন করবে ভারত৷
ভুয়ো পাসপোর্ট নিয়ে ইরানের সীমান্ত পার করে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে ঢুকেছিলেন কুলভূষণ যাদব৷ ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর হয়ে তিনি বালোচ বিদ্রোহীদের উস্কানি দিচ্ছিলেন৷ এই অভিযোগে কুলভূষণকে গ্রেফতার করে পাক পুলিশ৷ সামরিক আদালতের বিচারে তাঁকে ফাঁসির সাজা শোনানো হয়৷
নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতের দিকে তাকিয়ে ভারত-পাক কূটনৈতিক মহল সহ আন্তর্জাতিক মহল৷
ভারতীয় নৌসেনার প্রাক্তন এই কর্মীকে চরবৃত্তির অভিযোগে ফাঁসির সাজা শুনিয়েছে পাকিস্তান৷ কুলভূষণ যাদব ভারতীয় গুপ্তচর নন তাঁর মৃত্যুদণ্ড স্থগিত করুক পাক সরকার৷ এমনই দাবিতে দ্য হেগের আন্তর্জাতিক আদালতে আপিল করেছে ভারত সরকার৷ ফলে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে তীব্র কূটনৈতিক লড়াইয়ের কেন্দ্র এখন নেদারল্যান্ডসের হেগ শহর৷
Posted ৫:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Chy