কক্সবাংলা ডটকম(৪ জানুয়ারি) :: বর্তমান যুগ হল ডিজিটালের মোহমায়ায় ঘেরা। একবার যে এই মায়ায় জড়াবে সেখান থেকে বেরোনো মুশকিলই বটে।
অবশ্য হবে নাই বা কেন! বিশ্ব দুনিয়ার খবরাখবর সবই তো এখানে ফুটে ওঠে।
বাইরে যাওয়ার দরকার পড়ে না। ঘরে বসেই বিশ্ব দুনিয়ার কাছে নিজেকে মেলে ধরতে পারে ব্যক্তিরা। তবে এর নেতিবাচক দিকও রয়েছে।
অধিক নেশা কোনকিছুতেই ভাল নয় তা বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যম, ক্লাউডে সংরক্ষিত গুরুত্বপূর্ণ ছবি এবং ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রার মতো আর্থিক সম্পদ—এসবই এখন ব্যক্তিগত ও আর্থিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
কিন্তু মৃত্যুর পর এসব ডিজিটাল সম্পদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে অনেকেই ভেবে দেখেন না।
ডিজিটাল সম্পদের সুরক্ষা এবং উত্তরাধিকার নিশ্চিত না করলে প্রিয়জনদের আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়।
তাই ডিজিটাল সম্পদের সুরক্ষা ও উত্তরাধিকার সুরক্ষিত করা প্রয়োজন।
ডিজিটাল সম্পদ :
অনলাইনে সংরক্ষিত বা পরিচালিত যেকোন তথ্য বা সম্পদকে বোঝায়।
এর মধ্যে রয়েছে অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট, ক্রিপ্টোকারেন্সি, বিনিয়োগ পোর্টফোলিও, ই–মেইল, ক্লাউড স্টোরেজে সংরক্ষিত ডকুমেন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ব্লগের মেধাস্বত্ব।
ডিজিটাল সম্পদের পরিকল্পনা করবেন কীভাবে :
১)প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হল নিজের সব ডিজিটাল সম্পদের একটি তালিকা তৈরি করুন।
২)এতে প্রতিটি অ্যাকাউন্টের নাম, ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড রাখতে হবে। অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত ই–মেইল এবং ফোন নম্বরও তালিকায় যুক্ত করা উচিত।
৩)ডিজিটাল সম্পদ সুরক্ষার জন্য শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
৪) প্রতিটি অ্যাকাউন্টে দ্বিস্তর বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন সক্রিয় রাখতে হবে এবং সংবেদনশীল ডেটা এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত রাখতে হবে।
৫) ডিজিটাল সম্পদ সঠিকভাবে ব্যবস্থাপনার জন্য একজন বিশ্বস্ত ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন ব্যক্তিকে ডিজিটাল নির্বাহক হিসেবে বেছে নিন। যে আপনার মৃত্যুর পর এগুলো সামলাবে।
৬) উইলে ডিজিটাল সম্পদের ব্যবস্থাপনার নির্দেশনা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
লগইন তথ্য বা পরিচিতিসংক্রান্ত তথ্য আলাদা নথিতে সংরক্ষণ করে উইলে তার উল্লেখ করতে হবে। ডিজিটাল নির্বাহককে আইনি ক্ষমতাও দিতে হবে।
Posted ৬:৫০ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta