কক্সবাংলা ডটকম(১০ সেপ্টেম্বর) :: আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় প্রত্যাশা করে এ দেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বিদ্যুৎ আমদানি ও রেল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে কলকাতা থেকে যুক্ত হন মমতা। এ সময় মমতার সঙ্গে কথা বলেন শেখ হাসিনা।
দু’জনের শুভেচ্ছা বিনিময়ের পর শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে আবার আসেন বেড়াতে, সেটাই চাই।’ তখন মমতা বলেন, ‘নিশ্চয় আসব। আপনি জিতুন, আমরা আসব আবার।’
পশ্চিমবঙ্গের বহরমপুর গ্রিড থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কুষ্টিয়ার ভেড়ামারার আন্তঃবিদ্যুৎ সংযোগ গ্রিডে যুক্ত হয়েছে। শেখ হাসিনা বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার অংশ হিসেবে মমতার কাছ থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রত্যাশা করেন। এ সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বলেন, ‘হ্যাঁ, আমি রাজি আছি। গভর্নমেন্ট ওই দিক থেকে ক্লিয়ারেন্স দিলেই আমরা করে দেবো। কাজে লাগলেই ভালো।’
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর আমন্ত্রণ পেয়ে বাংলাদেশ সফরের আগ্রহ দেখান এই বিজেপি নেতা। বিপ্লব দেব বলেন, ‘আমি আসব আপনার কাছে।’ শেখ হাসিনা জানতে চান, কবে আসবেন? বিপ্লব বলেন, ‘আমি কোনো একটা কারিকুলাম বানিয়ে আসব। আপনার কাছেই আসব।’
বাংলাদেশের চাঁদপুরের কচুয়ার সন্তান বিপ্লব দেব চলতি বছরের শুরুতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমান তার মা-বাবা। তবে তার পরিবারের অনেক সদস্য এখনও চাঁদপুরে বাস করেন।
Posted ১২:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy