কক্সবাংলা ডটকম(৩ মার্চ) :: বেগম জিয়ার এক সময়ের পরিচয় ছিলো ‘আপোষহীন নেত্রী’। বিএনপির নেতারা বেগম জিয়ার এই পরিচয় দিয়ে গর্ববোধ করতেন। ১৯৮৬ সালে এরশাদের অধীনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বেগম জিয়া আপোষহীন নেতার খেতাব পেয়েছিলেন।
এরশাদের অধীনে ঐ নির্বাচনে যাবার সিদ্ধান্ত নিয়েছিলো আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দলীয় জোট। বিএনপির নেতৃত্বাধীন ৭ দলীয় জোটও লিয়াজোঁ কমিটির বৈঠকে নির্বাচনে যাবার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছিলো।
কিন্তু রাতে বেগম জিয়া এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। মূলত বেগম জিয়ার এই সিদ্ধান্তে লাভবান হন এরশাদ। কিন্তু এই নির্বাচনে যাবার সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ ব্যাপক সমালোচিত হয়েছিলো।
সেই থেকে আপোষহীন নেত্রী বেগম জিয়া এখন খাঁচায় পোষা পাখি। সরকারের অনুকম্পা আর করুনা ভিক্ষা করেই তিনি ফিরোজায় আছেন। খাঁচায় পোষা পাখি যেমন উড়ে না। বেগম জিয়াও তেমনি ফিরোজার বাইরে যান না।
খাঁচায় পোষা পাখি যেমন মুনিবের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে। ঠিক তেমনি বেগম জিয়া সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন। বেগম জিয়াকে এখন অনেকে তুলনা করেন প্রয়াত স্বৈরাচার এরশাদের সাথে।
এরশাদ যেমন জেলে যাবার ভয়ে যখন যার সাথে দরকার তার সাথেই আপোষ করতেন। মঞ্জুর হত্যা মামলার ভয় দেখিয়ে তাকে দিয়ে সব কিছুই করানো যেতো। বেগম জিয়া ঠিক তেমনি।
২৫ মাস জেল খেটে, জেলের ভয় তার ভালোই লেগেছে। আর তার জেলে যাবার ইচ্ছে নেই। এজন্য পোষমানা পাখির মতো তাকে দিয়ে সব কিছুই করানো যাচ্ছে এখন। বলা হয়, একজন প্রকৃত রাজনীতিবিদ জেল, জুলুম নির্যাতনের মাধ্যমেই জননেতায় পরিণত হন।
জেল একজন রাজনীতিবিদের গড়ে ওঠার জায়গা, পরিশুদ্ধ হবার ক্ষেত্র। জেলে জেলে কাটিয়েই বঙ্গবন্ধু, জাতির পিতা হয়েছিলেন। হয়েছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা।
খালেদার সামনে সেই সুযোগ ছিলো। কিন্তু বেগম জিয়া প্রমাণ করেছেন, তিনি রাজনীতিবিদ নন। ক্ষমতালিপ্সু এক নেতা। যিনি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি ছাড়া আর কিছুই করতে পারেন না।
বেগম জিয়া জেল জীবনের ২৫ মাস কাটানোর পর, এখন যা করছেন তাতে লজ্জিত বিএনপিও। বিএনপি নেতারাও মনে করেন, বেগম জিয়াকে খাঁচায় বন্দী করে পোষ মানিয়েছে সরকার।
এখন বিএনপির সবচেয়ে বড় দায় সম্ভবত বেগম জিয়া। বিএনপির অনেক নেতাই মনে করেন, এর চেয়ে বন্দী বেগম জিয়াই বিএনপির জন্য অনেক ভালো ছিলো।
এখন বিএনপিও জানে, খালেদা বিএনপির কেউ নয়। তিনি আওয়ামী লীগ সরকারের ট্রাম্পকার্ড। যাকে সরকার যখন যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে।
Posted ৮:০০ অপরাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১
coxbangla.com | Chanchal Chy