কক্সবাংলা ডটকম :: এই মুহূর্তে বিনো-দুনিয়ায় ছড়িয়ে পড়ছে বিচ্ছেদের নানা ঘটনা। কারও দীর্ঘদিনের প্রেম ভাঙছে, আবার কারও ঘর ভাঙার খবর আসছে শিরোনামে।
তবে বেশ কিছুদিন ধরেই তুমুল চর্চায় রয়েছেন বলিউডের এক নম্বর পরিবার অর্থাৎ বচ্চন পরিবারের সদস্যরা। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে নাকি ইতি টানতে চলেছেন অভিষেক এবং ঐশ্বর্য্য!
এই খবরের রীতিমতো সরগরম গোটা দেশ। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল দুজনে নাকি একে অপরের মুখও দেখছেন না! কিন্তু নতুন বছরে আবার নতুন করে সম্পর্কের সমীকরণ তৈরি হচ্ছে বচ্চন পরিবারে। ব্যাপারটা কী?
সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হচ্ছে ভিডিও। আর সেখানেই নাকি দেখা গিয়েছে একসঙ্গে বিমানবন্দর থেকে গাড়ি থেকে নামছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য্য রাই বচ্চন। সঙ্গে নাকি দেখা গিয়েছে কন্যা আরাধ্যকেও। আর তাতেই হাঁফ ছেড়ে বাঁচলেন অনুরাগীরা।
ইংরেজির নতুন বর্ষ বরণের জন্য দম্পতি সপরিবার বিদেশে ছিলেন। আর সেখান থেকে ফেরার সময় মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন বলিউডের এই পাওয়ার কাপল।
অভিষেক এবং ঐশ্বর্য্যর মধ্যে যে বেশ খানিকটা দূরত্বের সৃষ্টি হয়েছে সেই নিয়ে চর্চা শুরু হয় গত বছর। এমনকি মুকেশ আম্বানির পুত্র অনন্ত রাধিকার বিয়েতেও একসঙ্গে দেখা যায়নি দম্পতিকে।
একদিকে যেখানে অভিষেক গিয়েছিলেন অমিতাভ এবং শ্বেতার সঙ্গে, অন্যদিকে সেখানে কন্যা আরাধ্যার হাত ধরে আলাদাভাবে ঐশ্বর্য্যকে অনন্ত রাধিকার বিয়েতে যেতে দেখা যায়। সেখান থেকেই গুঞ্জন ওঠে চরমে। তবে এবার বিবাহবিচ্ছেদের সেই সব গুঞ্জন কিছুটা কমবে বলেই মনে করছেন নেটিজেনরা।
উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্য্য। এতদিনের ভরা সংসার ছিল দুজনের। কিন্তু মাঝে পারিবারিক অশান্তির জন্যই দুজনের মধ্যে দূরত্বের খবর সামনে এসেছিল। কিন্তু আবার এই তারকা দম্পতি কাছাকাছি আশায় খুশি অনুরাগীরা তা বলা বাহুল্য।
Posted ১২:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta