কক্সবাংলা ডটকম(২২ জানুয়ারী) :: গত একমাসে প্রশাসনের সচিব পদে অন্তত ৭ জন আমলা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। ঢালাও ভাবে চুক্তিভিত্তিক নিয়োগ পদোন্নতি জট তৈরী করেছে। এর ফলে পদোন্নতি বঞ্চিত হচ্ছেন অনেক সরকারী উর্ধ্বতন কর্মকর্তা। ঢালাও চুক্তিভিত্তিক নিয়োগে অসন্তোষ এবং অস্থিরতা ছড়িয়ে পরছে প্রশাসনে। সরকার তার অনুসৃত নীতি ‘খুব প্রয়োজন ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগ নয়’ এই নীতি থেকে সরে আসায় সচিবের জন্য অপেক্ষমাণদের মধ্যে হতাশা তৈরী হয়েছে।
গতকাল চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, তথ্য প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম। তার দুবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এর আগে সচিব পদমর্যাদায় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় এ.এস.এম আলী করিমকে। রেলপথ সচিব সেলিম রেজাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নূর পেয়েছেন এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ। সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন দুই বছরের জন্য। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড: আহমেদ কায়কাউসও দুবছর করে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
অধিকাংশ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব: রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া আছেন চুক্তিভিত্তিক নিয়োগে। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, মন্ত্রীপরিষদ সচিব চুক্তিভিত্তিক। জাতীয় সংসদ সচিব ড: জাফর আহমেদ খান দুবছরের চুক্তিতে আছেন। এন.বি আরের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম আছেন চুক্তিতে। ব্যাংকিং সচিব আসাদুল ইসলাম চুক্তিভিত্তিক নিয়োগে আছেন।
চুক্তিভিত্তিক নিয়োগে যারা আছেন : এরা ছাড়াও সচিব পদ মর্যাদায় যারা চুক্তিতে আছেন তাদের মধ্যে রয়েছে বেজার নির্বাহী পরিচালক পবন চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার। প্রধানমন্ত্রীর এস.ডিজি বিষয়ক সমন্বয়কারী জুয়েনা আজিজ। রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ সচিব ওয়াহিদুল ইসলাম খান। বিটিআরসির কমিশনার সুন্নত রায় মৈত। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক শফিউল আলম সহ অন্তত ২৪ জন সচিব।
একদিকে সরকার অঘোষিত ভাবে নিয়ম করেছে যে, অতিরিক্ত সচিবদের মধ্যে যাদের চাকরীর বয়স দুবছরের কম, তারা সচিব হবে না অন্যদিকে ঢালাও ভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হচ্ছে। ফলে সচিব হবার অপেক্ষায় থাকা নবম এবং দশম ব্যাচের কর্মকর্তারা হতাশ হয়ে পড়ছেন।
Posted ৯:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy