কক্সবাংলা ডটকম :: ইউক্রেনের স্বপ্ন ভেঙে দিয়ে ৬৪ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ওয়েলস। রোববার দিবাগত রাতে কার্ডিফ সিটি স্টেডিয়ামে ইউক্রেনকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা।
এর আগে ১৯৫৮ সালে একমাত্র বিশ্বকাপে খেলেছে ওয়েলস। তারপর ৬৪ বছরের দীর্ঘ অপেড়্গা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলল। এ বছর নভেম্বর ও ডিসেম্বরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপে অংশ নেবে ওয়েলস। যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের জন্য এই ম্যাচটি ছিল অনেক আবেগের।
রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত দেশবাসীকে বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার মতো উপহার দিতে চেয়েছিল তাদের ফুটবল দল। যদিও পেস্ন-অফ ফাইনালটা জিততে পারল না তারা। অবশ্য প্রতিপড়্গের গোলে হারেনি তারা। নিজেরাই একটি আত্মঘাতী গোল করে জয় উপহার দিয়েছে ওয়েলসকে।
৩৪ মিনিটে গ্যারেথ বেলের ক্রসে হেড করে বল নিজেদেরই জালে জড়িয়েছেন অধিনায়ক আন্দ্রিই ইয়ারমোলেঙ্কো। অথচ এই গোলের আগে ম্যাচে আধিপত্য করছিল অতিথি ইউক্রেনই। গোলটি পরিশোধের বেশ কয়েকটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অতিথিরা। ওয়েলস গোলকিপার ওয়েন হেনেসি ও ডিফেন্ডার বেন ডেভিস বারবার হতাশ করতে থাকেন ইউক্রেণকে। এরপর আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জিতে কাতারের টিকিট নিশ্চিত করে ওয়েলস।
কাতার বিশ্বকাপে ওয়েলস খেলবে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরানের ‘বি’ গ্রুপে।
বিশ্বকাপে উত্তরণ ওয়েলসের ইতিহাসে সেরা সাফল্য হিসেবে অভিহিত করলেন রিয়াল মাদ্রিদ তারকা বেল। তিনি বলেন, ওয়েলস ফুটবল ইতিহাসে এটাই সবচেয়ে সেরা ফল। আমাদের জন্য এটি বিরাট কিছু। আমাদের স্বপ্ন সত্যি হলো। আমি এতটাই খুশি যে কথা বলার ভাষাও নেই।
কোচ রব পেইজ খেলোয়াড়দের প্রশংসা করে বলেছেন, ছেলেদের নিয়ে আমি অনেক গর্বিত। তারা এই জয়ের দাবিদার। অনুশীলনে তাদের দেখেই তাদের ওপর আমার আস্থা তৈরি হয়। বিবিসি
Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জুন ২০২২
coxbangla.com | Chanchal Chy