কক্সবাংলা ডটকম(১০ আগস্ট) :: দারুণ জয়ে সেমিফাইনালে জায়গা করে নিলো ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেয়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা। আর ডেনমার্কের এফসি কোপেনহেগেনের বিপক্ষে রেড ডেভিলদের জয় ১-০ গোলে। সেমির ম্যাচে আগামী ১৬ আগস্ট পরস্পর মুখোমুখি হবে ইন্টার-ইউনাইটেড।
হ্যান্ডবলের কারণে রেফারি নিজেই পেনাল্টির বাঁশি বাজালেন। স্পট কিকের জন্য প্রস্তুতও ছিলেন রোমেলু লুকাকু। কিন্তু হঠাৎই মন-মর্জিতে কি পরিবর্তন এলো রেফারির? নিলেন প্রযুক্তির সহায়তা। যা থেকে হয়তো এই প্রথম স্পটকিকের শ্বাস দূরত্ব আগে বাতিল হলো পেনাল্টি।
ইন্টার-লেভারকুসেন ম্যাচে এমন টানটান উত্তেজনা ছিলো প্রথমার্ধের পুরোটা জুড়েই। হোম ম্যাচ না হয়েও জার্মানিতে খেলা হওয়ায় হোমের সুবিধা পেয়েছিলো লেভারকুসেন। অবশ্য তাতে ধার কমেনি ইতালিয়ান জায়ান্টদের। প্রথম মিনিট থেকেই প্রতিপক্ষের রক্ষণে ছড়ি ঘোড়াতে থাকে তারা।
নেরাজ্জুরিদের সাফল্যের শুরুটা ম্যাচে ১৫ মিনিটে নিকোলো ব্রেরেইলার পায়ে। ডি বস্কের বাইরে থেকে তার দুর্দান্ত ফিনিশিং, মুগ্ধতা ছড়িয়েছে সবার মাঝে।
এর ঠিক ৬ মিনিট বাদে দৃশ্যপটে কন্তের তুরুপের তাস রোমেলু লুকাকু। প্রতিপক্ষের ডিফেন্ডারের চার্জে পড়ে গিয়েও বলের কন্ট্রোল ঠিকই ধরে রেখেছেন তিনি। ফলাফল ২-০তে লিড ইন্টারের।
এতক্ষণ ঘর সমলাতেই ব্যস্ত লেভারকুসেন গোলের দেখা পায় ২৪ মিনিটে। স্কোর করেন কাই হাভার্টজ।
প্রথমার্ধের এ রং ছড়ানো ম্যাচটা দ্বিতীয়ার্ধে হয়ে পড়ে অনেকটাই পানসে। খেলোয়াড়দের শরীরী ভাষাতেও ক্লান্তি ছিলো স্পষ্ট। ফলাফল আর কোন গোল নয়। ২-১ ব্যবধানের জয় নিয়েই সেমির মঞ্চে ইন্টার মিলান।
এদিকে অঘটনের কোন গল্প লেখা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড এফসি কোপেনহেগেনের ম্যাচে। এদিন রণকৌশল বদলে ৪-২-৩-১ ফর্মেশনের সঙ্গে গ্রিনউড, ফার্নান্দেস, রাশফোর্ডের সঙ্গে মার্শালকে নিয়ে আক্রমণভাগ সাজান সোলশায়ার।
দারুণ আক্রমণের ফলাফলে প্রথমার্ধের যোগ করা সমতে একটা গোলেরও দেখা পেয়েছিলো ইউনাইটেড। তবে রাশফোর্ডের ফিনিশিং আকটে যায় অফসাইডের ফাঁদে। প্রথমার্ধের মতোন কোন দলই গোলের দেখা পায়নি দ্বিতীয়ার্ধেও। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৪ মিনিটে বক্সের মধ্যে দুইবার ফাউলের শিকার হন মার্শাল। পেনাল্টির বাঁশি বাজে রেড ডেভিলদের পক্ষে। স্পটকিক থেকে ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস।
ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৬ আগস্ট মুখোমুখি হবে ইন্টার-ইউনাইটেড।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy