এম আবুহেনা সাগর,ঈদগাঁও(৩ জানুয়ারী) :: কক্সবাজার সদরের ঈদগাঁওর কালিরছড়া থেকে অপহৃত দুই জনকে ৩৭ হাজার টাকা মুক্তিপন দিয়ে উদ্বার করা হয়েছে বলে জানান ঈদগাঁও কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট।
সূত্র মতে,২রা জানুয়ারী রাত আনুমানিক দুইটার দিকে অপহরনের শিকার হন,কালিরছড়া শিয়া পাড়ার মমতাজ আহমদ পূত্র মজুম তাহের,একই এলাকার মমতাজ মাঝির পূত্র ফরিদুল আলম।
ঐদিন রাত্রে ১০/১২ জনের একটি অপহরন চক্র শিয়াপাড়াস্থ নিজ বাড়ী থেকে মজুম তাহেরকে আর পথিমধ্যে থেকে ফরিদুল আলমকে অপ হরন করে নিয়ে যায় এবং দুইজনের কাছ থেকে ৪ লক্ষাধিক টাকার মুক্তিপন দাবী করে।
একই দিন রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে শিয়া পাড়ার পূর্বে পাহাড়ী এলাকা দু’মোয়া নামক স্থান থেকে নগদ ৩৭ হাজার মুক্তিপন দিয়ে অপহরন চক্রের কবল থেকে মজুম তাহের ও ফরিদকে উদ্বার করা হয়।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান ও স্থানীয় মেম্বার মাহমুদুল হাসান মিনার অপহৃত দুইজন কে উদ্বারের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য যে,কদিন পূর্বে দুইজনকে অপহরণ করে প্রায় লক্ষাধিক টাকা মুক্তিপণ দিয়ে উদ্বার করতে না করতেই আবারো অপহরণের ঘটনায় এলাকাবাসীর মাঝে অজানা আতংক বিরাজ করে চলছে।
Posted ১২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy